করোনা আপডেট
‘সুনামি আসছে, যদি দাঁড়িয়েই থাকেন, আপনি শেষ’
অনলাইন ডেস্ক
২০২০-০৩-২৩
ধরুন একটি সুনামি আসছে আর আপনি বীচে দাঁড়িয়ে আছেন। আপনি যদি দাঁড়িয়েই থাকেন, আপনি শেষ। আপনি যতো জোরে পারেন দৌঁড়ান। আপনার আশা ততো বেশি। করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে এমনটাই বলেন, সেন্টার ফর ডিজিস ডায়ানামিকস, ইকোনমিক্স অ্যান্ড পলিসির পরিচালক ড. রামালাল লাক্সমিনারায়ণ।
বিবিসিকে দেয়া এক স্বাক্ষাতকারে তিনি বলেন, করোনা ভাইরাস ভারতে সুনামির মতো আঘাত করতে যাচ্ছে। এতে আক্রান্ত হবেন ৩০ কোটির মতো মানুষ।
তিনি বলেন, এখন আগামী ৩ সপ্তাহের মতো সময় আছে। এরমধ্যে যা ভালো হয় তাই করতে হবে। আমি মনে করি, মানুষকে আতঙ্কিত না করে প্রস্তুতি নিতে হবে আমাদের। আর এটাও মনে রাখতে হবে, জীবণে এটি একবারই ঘটতে যাচ্ছে।
সুনামির মতো করোনা ভাইরাসের সংক্রমণ হতে যাচ্ছে। যেটা সম্প্রতী চীন দেখেছে। আমরা বিশ্ব থেকে কয়েক সপ্তাহ পিছিয়ে আছি। এখানে অতি সম্প্রতি এটা হতে যাচ্ছে। আমরা যদি বেশি পরিমাণে পরীক্ষা-নীরিক্ষা করতাম অধিক পরিমাণে রোগী পেতাম। যখন পরীক্ষা-নীরিক্ষা হবে তখন কয়েক সপ্তাহের মধ্যে এটি হাজার হাজার ছাড়িয়ে যাবে। মনে রাখতে হবে, প্রতিটি কেস কিন্তু ২টি করে বেশি সংক্রমণ ছড়াচ্ছে।
ড. রামালাল লাক্সমিনারায়ণ বলেন, আমাদের হাতে মাত্র ৩ সপ্তাহ আছে। চীন যেভাবে করেছে আমাদেরও সেভাবে করতে হবে। আমাদের হাসপাতাল তৈরি করতে হবে। কিছু স্থাপনাকে সাময়িক হাসপাতালে পরিণত করতে হবে। যতো পারা যায় ভ্যান্টিলেটর সিস্টেম সংগ্রহ করতে হবে।
বিবিসিকে দেয়া এক স্বাক্ষাতকারে তিনি বলেন, করোনা ভাইরাস ভারতে সুনামির মতো আঘাত করতে যাচ্ছে। এতে আক্রান্ত হবেন ৩০ কোটির মতো মানুষ।
তিনি বলেন, এখন আগামী ৩ সপ্তাহের মতো সময় আছে। এরমধ্যে যা ভালো হয় তাই করতে হবে। আমি মনে করি, মানুষকে আতঙ্কিত না করে প্রস্তুতি নিতে হবে আমাদের। আর এটাও মনে রাখতে হবে, জীবণে এটি একবারই ঘটতে যাচ্ছে।
সুনামির মতো করোনা ভাইরাসের সংক্রমণ হতে যাচ্ছে। যেটা সম্প্রতী চীন দেখেছে। আমরা বিশ্ব থেকে কয়েক সপ্তাহ পিছিয়ে আছি। এখানে অতি সম্প্রতি এটা হতে যাচ্ছে। আমরা যদি বেশি পরিমাণে পরীক্ষা-নীরিক্ষা করতাম অধিক পরিমাণে রোগী পেতাম। যখন পরীক্ষা-নীরিক্ষা হবে তখন কয়েক সপ্তাহের মধ্যে এটি হাজার হাজার ছাড়িয়ে যাবে। মনে রাখতে হবে, প্রতিটি কেস কিন্তু ২টি করে বেশি সংক্রমণ ছড়াচ্ছে।
ড. রামালাল লাক্সমিনারায়ণ বলেন, আমাদের হাতে মাত্র ৩ সপ্তাহ আছে। চীন যেভাবে করেছে আমাদেরও সেভাবে করতে হবে। আমাদের হাসপাতাল তৈরি করতে হবে। কিছু স্থাপনাকে সাময়িক হাসপাতালে পরিণত করতে হবে। যতো পারা যায় ভ্যান্টিলেটর সিস্টেম সংগ্রহ করতে হবে।