বাংলারজমিন
সম্মানী ভাতা দান করবেন তাজপুর ইউপি সদস্য
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
২০২০-০৩-২৪
ভয়ঙ্কর করোনা ভাইরাসের ছোবলে বাংলাদেশসহ গোটা বিশ্বে এখন জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দেশের এই ক্রান্তিকাল মোকাবেলায় শুধু সরকার নয় সবাইকেই সচেতন হতে হবে। দেশের জনগণ হিসেবে করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সহযোগিতা করতে হবে। সে লক্ষ্যে সিলেটের ওসমানীনগরের তাজপুর ইউপি সদস্য মো. মোহিতুর রহমান মোহন নিজের এক মাসের সম্মানী ভাতা সরকারের তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলার তাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোহিতুর রহমান মোহন করোনা মোকাবেলার অংশ হিসেবে সরকারের তহবিলে তাঁর এক মাসের সম্মানী ভাতা দান করার সিদ্ধান্ত নেন। এছাড়া তিনি দেশের সকল জন প্রতিনিধিদের দেশের এই ক্রান্তি কালে সবার এক মাসের সম্মানী ভাতা সরকারের তহবিলে দান করার অনুরোধ জানান।