করোনা আপডেট

‘যুক্তরাষ্ট্রে মারা যেতে পারে কয়েক মিলিয়ন মানুষ’

মানবজমিন ডেস্ক

২০২০-০৩-২৪

আগেভাগেই করোনা ভাইরাস লকডাউন প্রত্যাহার করলে যুক্তরাষ্ট্রে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারে। হাসপাতালগুলো রোগীতে সয়লাব হয়ে যেতে পারে। এমন সতর্কতা দিয়েছেন বিখ্যাত জন হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির মহামারি বিশেষজ্ঞ টম ইংলেসবি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, কয়েকদিনের মধ্যেই ব্যবসা বাণিজ্য উন্মুক্ত হতে পারে। অর্থাৎ বিশেষ বা জরুরি অবস্থা তুলে নেয়া হতে পারে। তার এমন মন্তব্যের পরে ক্ষোভ প্রকাশ করেছেন যারা তার মধ্যে অন্যতম টম ইংলেসবি। তিনি টুইটারে তার আতঙ্কের কথা প্রকাশ করেছেন। বলেছেন, কয়েক দিনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে নীতি তা প্রত্যাহারের বিষয় প্রেসিডেন্ট ট্রাম্প বিবেচনা করবেন বলে মন্তব্য করেছেন। ইংলেসবির মতে, এমনটা হলে করোনা ভাইরাস দ্রুততায়, ব্যাপক আকারে এবং ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে। তাতে এক বচরের মধ্যে যুক্তরাষ্ট্রে মারা যেতে পারেন কয়েক মিলিয়ন মানুষ।
এর আগে সোমবার করোনা ভাইরাস নিয়ে হোয়াইট হাউজে প্রতিদিনের মতো ব্রিফিং করেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন সহসাই যুক্তরাষ্ট্র স্বাভাবিক জীবনে ফিরবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র আবারো, খুব দ্রুত ব্যবসা বাণিজ্য খুলে দেবে। খুব তাড়াতাড়িই।  
এ সময় ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন হোয়াইট হাউজের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের খুব কম সংখ্যক সদস্য। উপস্থিত ছিলেন  এটর্নি জেনারেল বিল বার এবং ডা. ডেবোরা বিরস্ক। তবে উপস্থিত ছিলেন না সংক্রামক ব্যাধি বিষয়ক সবচেয়ে বেশি বিশেষজ্ঞ ডা. টনি ফাউসি। সাম্প্রতিক সময়ে তিনি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে বিরোধ সৃষ্টিকারী কথাবার্তা বলছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status