ঢাকা, ১৭ এপ্রিল ২০২১, শনিবার
মাগুরার শ্রীপুরে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
বাংলারজমিন
মাগুরা প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, বুধবার
এক ঘণ্টার টানা শিলাবৃষ্টিতে মাগুরার শ্রীপুর উপজেলার ৩টি ইউনিয়নের কমপক্ষে ১৫টি গ্রামে উঠতি ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ করে হালকা ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। টানা এক ঘণ্টার বৃষ্টি ও বড় বড় শিল পড়ে শ্রীপুর, গয়েশপুর ও আমলসার ইউনিয়নের ১৫টি গ্রামের ঘরের টিন, পাখি, মাঠের উঠতি ফসল পিয়াজ, রসুন, ধান ও সবজির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চরজোকা, তিলখড়ি, কালিনগর, বালিয়াডাঙ্গী, তখলপুর, রাজাপুর ও দুর্গাপুর গ্রামের।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন কবির জানান, শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা এবং উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবো।