সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দোকান, রেস্টুরেন্ট ও সেলুন বন্ধ রাখতে বলা হয়েছে। গতকাল দুপুর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। গত সোমবার উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, করোনা সংক্রমণ প্রতিরোধে জগন্নাথপুর উপজেলায় ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল দুপুর ১টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সব দোকানপাট।