করোনা আপডেট
জলকামান দিয়ে স্যানিটাইজার ছিটাবে পুলিশ
অনলাইন ডেস্ক
২০২০-০৩-২৫
করোনা ভাইরাসের সংক্রমণরোধে ওয়াটার ক্যানন বা জলকামান দিয়ে স্যানিটাইজার বা জীবাণুনাশক ওষুধ ছিটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দিনে দুইবার এই ওষুধ ছিটানো হবে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি ওয়াটার ক্যানন দিয়ে প্রথমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছিটাবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি ওয়াটার ক্যানন দিয়ে প্রথমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছিটাবে।