× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ঘরবন্দি তিনমাস

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০২০, বৃহস্পতিবার

তিন মাসের জন্য ঘরবন্দি থাকতে হবে ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী নাসরিনকে। আর তা থাকতে হবে চিকিৎসকের পরামর্শে। সম্প্রতি পেটে টিউমারের অপারেশন হয় এ অভিনেত্রীর। এ অপারেশন করেন প্রফেসর শামসাদ জাহান শেলী। তার পরামর্শেই বাসায় অবস্থান করছেন নাসরিন। ডা. শামসাদ জাহান শেলী জানান, দীর্ঘদিন ধরে নাসরিন পেটে টিউমার সমস্যায় ভুগছিলেন। তা আয়তনে অনেক বড় হয়ে যাওয়ায় অপারেশনের প্রয়োজন হয়। তাকে অন্তত তিন মাস ঘরেই সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
পুরোপুরি সুস্থ হতে তাকে দ্বিতীয়বার অপারেশনের প্রয়োজন হতে পারে। নাসরিন বলেন, আমার সমস্যাটা এখন ভয়াবহ। পেটে প্রচণ্ড ব্যথা। ডাক্তার তিন মাস বিশ্রামে থাকতে বলেছেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আল্লাহ্‌র রহমতে দ্রুত সুস্থ হয়ে উঠি। আমার ছোট ছোট বাচ্চা দু’টির জন্য খুব খারাপ লাগছে। দুঃখ একটাই আমি একজন
শিল্পী। সারাটা
জীবন অভিনয়ের জন্যই ব্যয় করলাম। যে চলচ্চিত্রের জন্য আমার পুরোটা জীবন কেটে গেল সেই জগতের কেউ আমাকে দেখতে পর্যন্ত এলো না। খুব কষ্ট পেলাম। হাজার ছবির অভিনেত্রী নাসরিন। একজন অতিরিক্ত শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হলেও তার ব্যাপক পরিচিতি আসে কৌতুক অভিনেতা দিলদারের জুটি হয়ে। এরপর নানামুখী চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কখনো বোন, কখনো ভাবী, কখনো সহনায়িকা, নায়িকা আবার কখনোবা প্রতিনায়িকার চরিত্রে নাসরিন ক্রমশই উজ্জ্বল হয়ে ওঠেন। একজন নৃত্যশিল্পী হিসেবেও অনেক কদর রয়েছে তার। চলচ্চিত্রে এমন একটা সময় ছিল যখন প্রতিটি সিনেমাতেই আইটেম গানে তিনি ছিলেন অপরিহার্য। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ চলচ্চিত্রে অনন্য অভিনয়ের জন্য নাসরিন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন। বর্তমানে এ অভিনেত্রী দুই সন্তানের জননী। স্বামী রিয়েল খানও চলচ্চিত্র অভিনেতা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর