করোনা সংক্রান্ত তথ্যের জন্য নতুন হটলাইন চালু করেছে দৈনিক মানবজমিন। এ হটলাইনে আসা কলে একজন চিকিৎসক দুটি পরামর্শ দিয়েছেন। প্রাণঘাতি করোনা ভাইরাসের সময় চিকিৎসাসেবার আরো জোরদার করতে তিনি এ দুই পরামর্শ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক মানবজমিনকে বলেন, আপনাদের মাধ্যমে আমার দুটি কথা সরকারের কাছে জানাতে চাই।
প্রথমত, আমাদের এ মুহূর্তে প্রচুর নার্স প্রয়োজন। যা আছে সেটা পর্যাপ্ত নয়। দেশে অনেক নার্স আছে যারা এ করোনা ইস্যুতে কাজ করতে চায়। সরকার চাইলে তাদের আহ্বান করতে পারে।
শুধু তাদের পরিবারের নিশ্চয়তা লাগবে। করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেদের কোনো ক্ষতি হয়ে গেলে সে বিষয়ে সরকার তাদের দায়িত্ব নেয়ার ঘোষণা দিলে অনেকে কাজ করতে আগ্রহী হবেন।
দ্বিতীয়ত, দেশের কঠিন এ সময়ে সবচেয়ে বেশি সংকট অ্যাম্বুলেন্সের। সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত নেই। তবে বেসরকারিভাবে আদ-দ্বীন হাসপাতালের সবচেয়ে বেশি অ্যাম্বুলেন্স। আমার জানামতে ২’শটির মতো রয়েছে। সরকার যদি এই প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে তাহলে অ্যাম্বুলেন্স সংকট কাটিয়ে ওঠা কিছুটা হলেও সম্ভব হবে।
রিপন
২৬ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ৬:০০ভাই রে, আমাদের দেশে সরকারও নাই! নার্স, এ্যামবুলেনসের পাশাপাশি জরুরি ভিত্তিতে একটি সরকারও দরকার। দেশমাতার সেবার জন্যে মাথায় মগজ আছে এমন প্রচুর সৎ মেধাবী আাগ্রহী মানুষ এদেশে আছে। তাদেরকে দিয়ে অবিলম্বে দেশে একটি সরকার তৈরি করা সবার আগে দরকার। মানবজমিনের কোলড লাইনের পাঠকের এই একটিমাত্র পরামর্শ।