বাংলারজমিন

করোনা প্রতিরোধে শ্যামনগর প্রশাসনের ব্যাপক তৎপরতা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

২০২০-০৩-২৭

 বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সতর্কতামূলক তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে সিপিপি ভলেন্টিয়ার সদস্যদের মাধ্যমে দিনভর বিভিন্ন ইউনিয়নে মাইকিং করে জনগণকে সতর্কতামূলক দিকনির্দেশনা দেয়া অব্যাহত আছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জীবন রক্ষাকারী ওষুধের দোকান ব্যতীত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সর্বক্ষণিক বাজার মনিটরিং করা হচ্ছে। গত ২১শে মার্চ হতে অদ্যবধি উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের অনিয়ম এবং হোম কোয়ারেন্টিন না মানার জন্য ২ লাখ ২৯ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিদেশ ফেরত ৭শ’ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ৪৪৮ জনকে হোম কোয়ারেন্টিন সিল দেয়া হয়েছে এবং ৩৫০ জন বিদেশ ফেরত প্রবাসীর বাড়িতে লাল পতাকা স্থাপন করা হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতনতামূলক সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা অব্যাহত আছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status