বাংলারজমিন
দোকান বন্ধ করতে বলায় কানাইঘাটে পুলিশের ওপর হামলা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০২০-০৩-২৭
দোকান বন্ধ করতে বলায় সিলেটের কানাইঘাটে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতবার দুপুরে স্থানীয় চতুল বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়- সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চতুল বাজারে সবধরনের দোকানপাট খুলে রাখেন ব্যবসায়ীরা। দুপুর ১টার দিকে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিকে সঙ্গে নিয়ে পুলিশ নিত্য প্রয়োজনীয় পণ্য, ফার্মেসি ও কাঁচাবাজার ছাড়া বাকি সব ধরণের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয়। কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা জানিয়েছেন- দোকান বন্ধের নির্দেশনায় বাজারের কিছু সংখ্যক ব্যবসায়ী দোকানপাট বন্ধ রাখতে অস্বীকৃতি জানায়। পরে ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তিনি বলেন- সরকারি নির্দেশনা পালনে পুলিশ সচেষ্ট রয়েছে। দোকানপাট বন্ধ রাখতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।