বাংলারজমিন
২৭-৩১শে মার্চ খুলনায় পত্রিকা বিলি বন্ধ রাখার সিদ্ধান্ত হকার্স ইউনিয়নের
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২০২০-০৩-২৭
২৭ মার্চ শুক্রবার থেকে ৩১শে মার্চ পর্যন্ত খুলনায় পত্রিকা বিলি বণ্টন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন। ইউনিয়নের সভাপতি সরদার আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খুলনা সংবাদপত্র পরিষদের কাছে দেয়া ওই পত্রে বলা হয়, করোনা ভাইরাসের জন্য পাঠক আর পত্রিকা নিতে চাচ্ছে না এবং পত্রিকার বিলও পরিশোধ করছে না। তাছাড়া তারাও সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পত্রিকা বিলি করতে গিয়ে অনেকটা আতঙ্কিত। অনেক পাঠকও পত্রিকা নিয়ে তাদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না। সার্বিক দিক বিবেচনা করে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে ২৭ মার্চ শুক্রবার থেকে ৩১শে মার্চ পর্যন্ত পত্রিকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।