বাংলারজমিন
মির্জাগঞ্জে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
২০২০-০৩-২৭
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সুবিদখালী বন্দরসহ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন বাজারে ওষুধ, মুদি মনোহারি, মাছ-মাংস ও কাঁচা বাজারের দোকান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি অনুসারে উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার হোসেন মাইকিং করে উল্লিখিত ব্যবসা প্রতিষ্ঠান ব্যতীত অন্য সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে গণপরিবহনসহ উপজেলার সকল সাপ্তাহিক হাট ও গরু ছাগলের হাটবাজার বন্ধসহ বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারান্টিনে নিজ বাড়িতে অবস্থান করা এবং জরুরি প্রয়োজন ব্যতীত সর্বসাধারণকে ঘর থেকে বাইরে না হওয়ার নির্দেশনা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন বলেন, উপজেলাবাসীর মাঝে করোনা সংক্রমণের বিস্তার রোধ ও প্রতিকারের জন্য এই নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।