× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

২ বছর ৯ মাস পর কোমা থেকে জাগলেন ডাচ ফুটবলার

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২০, শুক্রবার

২ বছর ৯ মাস পর কোমা থেকে জাগলেন আয়াক্স আমস্টারডামের ডাচ ফুটবলার আব্দুল হক ‍নুরি। ২০১৭ সালের জুলাইয়ে এক ম্যাচ খেলার সময় কোমায় চলে গিয়েছিলেন তিনি। ডাক্তাররা বলেছিলেন, তার স্বাভাবিক অবস্থায় ফেরার সম্ভাবনা ক্ষীণ, সারাজীবনই এভাবে কেটে যেতে পারে। তবে সম্প্রতি ডাচ টিভির বিশেষ এক প্রোগ্রামে নুরির ভাই আব্দুর রহিম জানিয়েছেন, অভাবনীয় কিছুই দেখতে পাচ্ছেন তারা।

নেদারল্যান্ডসের অন্যতম প্রতিভাধর মিডফিল্ডার আব্দুল হক নুরি। ডাচদের বিভিন্ন বয়সভিত্তক দলে খেলেছেন তিনি। দুর্ঘটনায় না পড়লে ফ্র্যাঙ্কিং ডি ইয়ং-ম্যাথিয়াস ডি লিটদের সঙ্গে জাতীয় দলে এতদিনে অভিষেক হয়ে যেতো নুরির। ২০১৬ সালে ১৮ বছর বয়সে আয়াক্সের মূল দলে হয়ে খেলার সুযোগ পান তিনি। ৯ ম্যাচ খেলার পরই সেই দুর্ঘটনা। ২০১৭ সালের জুলাইয়ে জার্মান ক্লাব ভেরদার ব্রেমেনের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নেমে মাঠের মধ্যেই কার্ডিয়াক অ্যারিথমিয়া অ্যাটাক হয় নুরির। সেখান থেকে হাসপাতালে বন্দি হয়ে পড়ে জীবন। 

২০১৮ সালের আগস্টে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় ২২ বছর বয়সী নুরিকে।
চেনা পরিবেশে ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন এই ফুটবলার। তার ভাই আব্দুর রহিম বলেন,‘আমি এটা বলতেই পারি যবে থেকে সে বাড়িতে তার অবস্থা ভালোর দিকে যাচ্ছে। সে বুঝতে পারছে যে তার চেনা পরিবেশে পরিবারের সঙ্গে আছে। সে আর কোমায় নেই। জেগে ওঠেছে। খাচ্ছে, ঢেকুর তুলছে, ঘুমাচ্ছে, হাঁচি দিচ্ছে। কিন্তু সে এখনো বিছানা ছেড়ে বেরোতে পারছে না। এখনো আমাদের ওপর খুবই নির্ভরশীল। আমরা তার সঙ্গে এমনভাবে কথা বলি যেন সে অসুস্থ নয়। আমাদের কথোপকথনে তাকে অন্তর্ভুক্ত করি। একসঙ্গে ফুটবল ম্যাচ দেখি। খেলা দেখার সময় আমরা খেয়াল করি যে সে এটা পছন্দ করে। প্রায়ই আবেগ দেখায়, মাঝে মাঝে মুচকি হাসে।

নুরির বাবা মোহাম্মদও উপস্থিত ছিলেন টিভি শোতে। তিনি বলেন, ‘তাকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর