× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকিস্তান সুপার লীগে দল কিনছেন শোয়েব আখতার

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২০, শুক্রবার

চলতি মাসের শুরুতে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার বলেছিলেন, ‘পাকিস্তান সুপার লীগে (পিএসএল) রাওয়ালপিন্ডি থেকে একটা দল থাকা উচিত।’ এবার তিনি জানালেন, পিএসএলের একটা ফ্র্যাঞ্চাইজির মালিক হতে আগ্রহী। স্থানীয় সংবাদমাধ্যমে গতকাল এসব কথা বলেন শোয়েব আখতার।

পিএসএলে আগামী বছর নতুন দুটি দল আসছে। এর একটি কিনতে আগ্রহী ৪৪ বছর বয়সী এই সাবেক পেসার। তিনি বলেন, ‘আমি সম্ভবত পাকিস্তানে জনপ্রিয়দের মধ্যে অন্যতম। এমনকি পাকিস্তানের বাইরেও। পিএসএলের নতুন দলের নিলামের সময় আমি বিড করবো। আশা করছি পিসিবি আমাকে একটা ফ্র্যাঞ্চাইজির মালিক হতে সাহায্য করবে।’
বলিউড তারকা ও কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খানের উদাহরণ টেনে শোয়েব আখতার বলেন, ‘আইপিএল আয়োজকরা শাহরুখ খানকে সে সুযোগ দিয়েছে। সুবাদে আসরটির জনপ্রিয়তাও বেড়েছে অনেক।’

শোয়েব আখতারের আরেক নাম ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
পিএসএলে এই নামে একটা দল থাকা উচিত বলে মনে করেন তিনি। চলতি মাসের শুরুতে নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন, ‘রাওয়ালপিন্ডিতে ক্রিকেটের দারুণ পরিবেশ রয়েছে। এখানকার মানুষ দারুণ ক্রিকেটপ্রেমী। পিএসএলে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে একটা দল থাকা উচিত। সেক্ষেত্রে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক প্রতিদ্বন্দ্বীও পাবে পাকিস্তানের ক্রিকেট।’
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সেমিফাইনালের আগ মুহূর্তে চলমান পাকিস্তান সুপার লীগ স্থগিত হয়ে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্থগিত হয়ে যাওয়া সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করতে চায় চলতি বছরের নভেম্বরে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর