× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতে বাংলাদেশের প্রথম ওয়ানডে খেলা স্টেডিয়াম এখন লকডাউন অমান্যকারীদের কারাগার

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২০, শুক্রবার

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। যারা লকডাউন মানছেন না তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। পাঞ্জাবের চন্ডীগড়ে লকডাউন অমান্যকারীদের স্টেডিয়ামে বন্দি করে রাখার অভিনব সিদ্ধান্ত নিয়েছে সেখানকার পুলিশ।

সেক্টর-১৬ নামের এই মাঠে প্রশিক্ষণ দিতেন ভারতের ক্রিকেট কিংবদন্তি কপিল দেব। বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও এই মাঠে একটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে আরেক সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদেরও। ১৯৯০ সালের ২৫শে ডিসেম্বর ভারতের বিপক্ষে এ মাঠেই খেলেছিলেন ৫৭ রানের ইনিংস। ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম ওয়ানডে ছিল সেটি। করোনা ভাইরাসের কল্যাণে স্মৃতিময় এই স্টেডিয়ামই কিনা হয়ে গেলো লকডাউন ভাঙাদের কারাগার!

চন্ডীগড়ের এই স্টেডিয়ামে খেলেই কিংবদন্তি কপিল দেব।
এ মাঠ ক্রিকেটার বানিয়েছে যুবরাজ সিং, হরভজন সিংদের। নব্বইয়ের দশকে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মোহালির নতুন স্টেডিয়ামে চলে যাওয়ার পর অবশ্য এর গুরুত্ব অনেকটাই কমে যায়। একটা সময় এই ভেন্যুর ছিল টেস্ট মর্যাদাও। ১৯৯০ সালের নভেম্বরে অনুষ্ঠিত ভারত-শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচটি এই স্টেডিয়ামে হওয়া প্রথম ও একমাত্র টেস্ট। এখানে হয়েছে পাঁচটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচও।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর