× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আগামীকাল থেকে ৪ লাখ মানুষকে খাদ্য দেবে দিল্লি সরকার

করোনা আপডেট

মানবজমিন ডেস্ক
২৭ মার্চ ২০২০, শুক্রবার

করোনা ভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় ভারতজুড়ে জারি হওয়া লকডাউনের মধ্যে চার লাখ মানুষকে খাদ্য সরবরাহের ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। আগামীকাল শনিবার থেকে এ খাদ্য সরবরাহ শুরু হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার এক ঘোষণায় এমনটা জানিয়েছেন। তিনি আরো জানান, প্রতিদিন ১০০০ আক্রান্তকে সামাল দিতে প্রস্তুত তার সরকার। কেজরিওয়াল বলেন, আমরা আশা করছি যে, আক্রান্তের সংখ্যা বাড়বে না। কিন্তু বাড়লে সে পরিস্থিতি সামাল দেয়ার জন্য আমরা প্রস্তুত। এ খবর দিয়েছে দ্য হিন্দু।
খবরে বলা হয়, লকডাউনের মাঝে ঘর হারানো জনসংখ্যার ১০ গুণ মানুষকে খাদ্য সরবরাহের প্রস্তুতি নিচ্ছে দিল্লি সরকার।
মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, এই মুহূর্তে দিল্লি সরকার ২২৪টি ‘নাইট শেল্টার’-এ (রাতে থাকার আশ্রয়কেন্দ্র) ২০ হাজার মানুষকে খাবার দিচ্ছে। আমরা এমন আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়িয়েছি। এখন থেকে ২৩৫টি স্কুলে খাদ্য দেয়া হবে। আজ (শুক্রবার) থেকে আমরা ২ লাখ মানুষকে খাবার সরবরাহ করতে পারবো। আগামীকাল থেকে ৪ লাখ মানুষকে খাবার দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।
দিল্লিতে আটকা পড়া অন্যান্য রাজ্যের নাগরিকদের প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, অন্যান্য রাজ্যের নেতা ও মুখ্যমন্ত্রীরা, আপনারা নিজেদের নাগরিকদের নিয়ে চিন্তা করবেন না; তারা দিল্লির নাগরিক, তারা আমাদেরও লোক।
এদিকে, করোনা আক্রান্তের সংখ্যা বাড়লে তা সামাল দিতে চিকিৎসকদের একটি দলকে পরিকল্পনা নির্ধারণের দায়িত্ব দেয়া হয়েছিল। দলটি তাদের পরিকল্পনা জমা দিয়েছে। নৈমিত্তিক হারে আক্রান্তের সংখ্যা কেমন বৃদ্ধি পাবে তার উপর ভিত্তি করে পরিকল্পনাটিকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। এতে দিন প্রতি ১০০, ৫০০ ও ১০০০ আক্রান্তের জন্য আইসিও, পরীক্ষা অন্যান্য সেবাদানের প্রস্তুতি নেয়া হচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর