× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা ভাইরাস মোকাবিলায় মোহাম্মদ সালাহর ১০ লাখ ইউরো

খেলা

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২০, শনিবার

করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে পুরো বিশ্ব। ক্রীড়া তারকারাও এ লড়াইয়ে বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। এবার সে লড়াইয়ে যোগ দিলেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। নিজ দেশের হাসপাতালে ১০ লাখেরও বেশি ইউরো (২০ মিলিয়ন মিশরীয় পাউন্ড) দান করেছেন আফ্রিকার সেরা ফুটবলার। বিষয়টি নিশ্চিত করেছেন মিশরের সাবেক ক্রীড়ামন্ত্রী খালেদ আব্দুল আজিজ।

মিশরের রাজধানী কায়রো থেকে ১২৯ কিলোমিটার দূরের প্রত্যন্ত অঞ্চল নাগরিগ। সেখান থেকে উঠে এসে সালাহ হয়েছেন বিশ্ব তারকা। তার গ্রামের উন্নয়নে ইতোমধ্যে অনেক অর্থ সহায়তা দিয়েছেন। প্রতিষ্ঠা করেছেন স্কুল ও হাসপাতাল।
গ্রামের কেউ অসুস্থ হলে বা বিয়ে করলে সালাহ তার বাবার মাধ্যমে অর্থ সহায়তা করে থাকেন। গত বছর সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মিশরের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট মেরামতের জন্য আড়াই কোটি পাউন্ড দান করেন লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জেতা সালাহ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর