× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘টেকনিক্যালি মেসির চেয়েও এগিয়ে নেইমার’

খেলা

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২০, শনিবার

টেকনিক্যাল সামর্থ্যে ব্রাজিলিয়ান তারকা নেইমার সমসাময়িক ফুটবলারদের চেয়ে এগিয়ে। এমনকি ৬ বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিও তার পেছনে। এমনটাই বলেছেন সেলেসাও কিংবদন্তি কাফু। ফক্স স্পোর্টসকে ২০০২ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, ‘টেকনিক্যালি নেইমারই বেস্ট।’

ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসির পরের স্থানটাই দেয়া হয় নেইমারকে। ইনজুরির কারণে নিজের পুরোটা দিতে পারছেন না এই ব্রাজিলিয়ান। এখনো রোনালদো-মেসির ছায়াতে পড়ে আছেন তিনি। কিন্তু বল নিয়ন্ত্রণ ও পায়ের কারিকুরিতে মেসির চেয়ে স্বদেশি নেইমারকেই এগিয়ে রাখলেন কাফু। তিনি বলেন, ‘এখন টেকনিক্যালি কেউ নেইমারকে হারাতে পারবে না, মেসিও না।
যদিও আমি তার (মেসি) একজন ভক্ত। তবে কৌশলগত দক্ষতায় তাকে ছাড়িয়ে যেতে পারবে না মেসি।’

তবে নেইমারের নেতৃত্ব গুণ নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন কাফু। তিনি বলেন, ‘এখনকার ব্রাজিল দলে কোনো লিডার দেখতে পাচ্ছি না। আপনি কি কখনো নেইমারকে থিয়াগো সিলভা ও কোচ তিতের সঙ্গে কোনো বিষয়ে আলোচনায় অংশ নিতে দেখেছেন? না, কারণ এটা তার প্রোফাইল নয়।’

এরপরেও নেইমারকে ঘিরেই আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন কাফু, ‘আমি আবার বলছি, সেই আমাদের সবচেয়ে বড় আশা। কিন্তু তাকে সমর্থন দেয়ার মতো কেউ নেই।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর