× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিয়ের অনুষ্ঠান বাদ দিয়ে অসহায় মানুষের পাশে নবদম্পতি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
২৮ মার্চ ২০২০, শনিবার

বিয়ের জন্য কমিউনিটি সেন্টার, বর যাত্রা, কনে আর বর এর জামা কাপড় ও হলুদের সব আয়োজন করা হয়েছিলো। দাওয়াত দেয়া হয়েছিলো অতিথিদের। গতকাল ২৭শে মার্চ উখিয়ার পালং গার্ডেনে অনুষ্ঠিত হতো উখিয়ার কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরুণ সমাজ সেবক হেলাল উদ্দিন ও উম্মে সালমা দম্পতির বিয়ে। করোনা সংক্রমনের কারনে স্থগিত হয়েছে বিয়ের সব আনুষ্ঠানিকতা। তাই বিয়ের আনুষ্ঠানিকতার টাকা করোনার কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কাছে দান করেছে এই নতুন যুগল।
হেলাল ও সালমা দম্পতি জানিয়েছে, পারিবারিক ভাবে গতকাল শুত্রুবার নিজ বাসায় বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারা অভিভাবকরা কাজী ও হুজুর দিয়ে অনাড়ম্বর ভাবে বিয়ে পড়ানো হয়। কোন অতিথি আমন্ত্রন করা হয়নি, ছিলোনা কোন আয়োজন। বিয়ের খরচের সব টাকা নিয়ে এখন অসহায় মানুষের পাশে দাড়াচ্ছি।
ইতিমধ্যে ৫০ হাজার টাকা কক্সবাজারের দুটি করোনা সহায়তা তহবিলে প্রদান করেছি। পর্যায়ক্রমে আরো অসহায় মানুষের পাশে দাড়াতে চাই।
হেলাল আরো বলেন,আমাদের সব আয়োজনই ছিলো কিন্তু দেশের সাম্প্রতিক করোনা ভাইরাসের কারনে আমরা পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিই কোন অনুষ্ঠান না করার। তাই সিদ্ধান্ত নিয়েছি অসহায় মানুষগুলোর পাশে দাড়াতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর