× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

চলনবিলে গৃহবধূকে পিটিয়ে হত্যা

বাংলারজমিন

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, শনিবার

সিরাজগঞ্জের চলনবিলের উল্লাপাড়া উপজেলায় যৌতুকের দাবীতে নাসরিন খাতুন শারমিন (২০) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার লিখিত অভিযোগ করেছেন তার পরিবার ।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের কাজিপুর গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে শারমিনের সাথে উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের সাখোয়াত হোসেনের ছেলে আব্দুস সালাম (৩৫) এর সাথে ২ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের সময় শারমিনের দরিদ্র পিতা মেয়ের সুখের কথা ভেবে  নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার সহ আসবাবপত্র প্রদান করে।
পরবর্তীতে বিয়ের  ৬ মাস পর থেকে আব্দুস সালাম আবারও ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে গৃহবধূ শারমিনকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। শারমিনের বাবা আরো অভিযোগ করেন, গত বৃহস্পতিবার জামাই আব্দুস সালাম যৌতুকের দাবীতে তার মেয়েকে মারপিট করতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলেই শারমিনের মৃত্যু হলে তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার প্রচারনা চালায়।
পরে শারমিনের বাবা আত্বীয়-স্বজন নিয়ে ওই বাড়ীতে গেলে মেয়ের জামাই আব্দুস সালাম ও পরিবারের লোকজন বাড়ী থেকে পালিয়ে যায়। এ দিকে ওই দিন বিকালে পুলিশ শারমিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ প্রসঙ্গে উল্লাপাড়া থানার ওসি দীপক কুমার জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা আলামত পাওয়ায় ইউডি মামলা হয়েছে। পরবর্তীতে ময়না তদন্তের প্রতিবেদন পেলে প্রতিবেদন মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর