× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

নিষেধাজ্ঞার মধ্যেই বাফুফের সংবাদ সম্মেলন

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৮ মার্চ ২০২০, শনিবার

মহামারি করোনা মোকাবেলায় সরকারি ছুটি ঘোষণা করে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার নির্দেশ দিয়েছে সরকার। আদেশ পালনে মাঠে কাজ করছে সশস্ত্র বাহিনী। গণজামায়েত নিষিদ্ধ। গণপরিবহন বন্ধ। কর্মীদের নিরাপত্তায় অনেক প্রতিষ্ঠান ঘরে বসে কাজ করার নির্দেশ দিয়েছে। চারদিকে যখন আতঙ্ক ঠিক এমন এক সময় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পুরোনো এক ইস্যুতেই ডাকা সংবাদ সম্মেলনের মূল বক্তা ছিলেন সরকার দলীয় সাংসদ ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তার পাশে ছিলেন বাফুফের দুই নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু ও জাকির হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
শুক্রবার টেলি কনফারেন্সে নির্বাহী কমিটির সভা করে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেয় বাফুফে।
যা ওইদিনই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। শনিবার বিকেলে একই বিষয়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সংবাদ সম্মেলন করে তারা। নিরাপত্তার কথা বিবেচনা করে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিদিন অনলাইনে সংবাদ সম্মেলন করছে। সেখানে পুরোনো ইস্যুতে কেন এই সংবাদ সম্মেলন? এমন প্রশ্নের জবাবে সরকার দলীয় সাংসদ সালাম মুর্শেদী বলেন,‘ নির্বাচন সংক্রান্ত অনেক বিষয়েই সাংবাদিকরা জানতে চেয়েছিলেন এজন্যই এই আয়োজন।’ সংবাদ সম্মেলনে নতুন কোনো তথ্য আসেনি। সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের আশাবাদ,‘ আমরা ফিফা ও এএফসিকে আমাদের সিদ্ধান্ত ও দেশের চলমান অবস্থা নিয়ে চিঠি দিয়েছি। চলতি সপ্তাহের মধ্যে আশা করি তারা একটি সিদ্ধান্ত দেবে।’
নির্বাচন অনির্দিষ্টকাল স্থগিত করলেও নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখছে বাফুফে। নির্বাচনের জন্য বাফুফের অধিভুক্ত সংস্থাগুলোর কাছে ৩০শে মার্চের মধ্যে নাম চেয়েছিল। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সাত দিন সময় বাড়িয়ে ৭ই এপ্রিলের মধ্যে নাম দিতে বলা হয়েছে। যেখানে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত সেখানে কাউন্সিলরশিপ বেশ তাড়াহুড়ো বাফুফের। চলমান পরিস্থিতির মধ্যে বেশ বেকায়দায় জেলাগুলো। কারণ জেলা ফুটবল এসোসিয়েশনকে সভা করে এর পর ডাক যোগে কাউন্সিলরের নাম  পাঠাতে হবে। এই পরিস্থিতিতে যা বেশ কষ্টাসাধ্য। ঢাকার ক্লাবগুলো হয়তো খুব প্রয়োজনে পায়ে হেঁটে চিঠি দিতে পারলেও প্রয়োজনীয় সভা করতে পারবে না। এই প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেন, ‘নির্বাচন সুবিধাজনক পরিস্থিতি হলেও ভোটার তালিকাটা আমরা প্রস্তুত রাখতে চাই। যাতে নির্বাচন কমিশন দ্রুত কার্যকরি পদক্ষেপ নিতে পারেন। ’ প্রকৃতপক্ষে এখানে অনেক জটিলতা রয়েছে। অনেক সংস্থা ইতোমধ্যে কাউন্সিলরের নাম পাঠালেও এর পর আবার অভিযোগ এবং অনিয়ম শোনা যাচ্ছে।
দেশের সকল ক্রীড়া ফেডারেশন বন্ধ। ব্যক্তিক্রম শুধু এই প্রতিষ্ঠানটি। জীবনের ঝুঁকি নিয়ে এখনো কাজ করছেন ফেডারেশনটির একাধিক কর্মকর্তা ও কর্মচারী। ২৬শে মার্চ আনুষ্ঠানিকভাবে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ হলেও নানা কারণে তাদের আসতে হচ্ছে।  এ নিয়ে সালাম মুশের্দী বলেন, আমাদের বেশ কিছু কাজ বাকী ছিল। এ কারনণ হয়তো কারো কারো অফিস করতে হয়েছে। তবে যারা এসেছেন তারা স্বাস্থ্যবিধি মেনেই এখানে এসে কাজ করেছেন। এখন নির্বাচন যেহেতু স্থগিত হয়েছে। খেলাও নেই। আমরাও আমাদের প্রতিষ্ঠানের সকলকে বাড়িতে বসে কাজ করতে বলেছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর