× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

গাজীপুরে ৫ হাজার স্পটে হাত ধোয়া, স্প্রের ব্যবস্থা করলেন মেয়র

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৮ মার্চ ২০২০, শনিবার

গাজীপুর মহানগরে সকল চিকিৎসক, নার্সদের বিনামূল্যে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট- পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম দেয়া হচ্ছে এবং  ৫ হাজার স্পটে হাত ধোয়ার ব্যবস্থাসহ শতভাগ নাগরিক সুরক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি শনিবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান শেষে এসব তথ্য জানান।
মেয়র জাহাঙ্গীর আলম এসময় বলেন, নগরীর ৫ হাজার স্পটে পানি এবং সাবান দিয়ে হাত ধোয়ার জন্য গ্রামবাসী ও কল বসানো হয়েছে। মহাসড়কগুলোতে জীবাণুনাশক পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। একজন মানুষও যেন এই সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য ৮০টি স্পট থেকে মাইকের মাধ্যমে গণনচেতনতার কাজ চলছে। এছাড়া ৬৫টি কমিটির মাধ্যমে গণপরিবহনসহ করোনা পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। জরুরী কাজ ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না যায়, সেই বিষয়টি ধৈর্য্য  ধরে করার জন্য আহবান করা হচ্ছে।
এসময় মেয়র আরো বলেন, গাজীপুরের  চিকিৎসক, নার্সদের একজনও  পিপিই ও স্বাস্থ্য  সুরক্ষা সরঞ্জাম থেকে বাদ যাবে না। সবাইকে বিনামূল্যে এসব সামগ্রি সরবরাহ করা হবে। সারাদেশে এভাবে সকলকে এই সংকটময় মুহূর্তে সাধারণ জনগণের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এছাড়াও অসহায় দরিদ্র নিম্নআয়ের নগরবাসীর জন্য ওয়ার্ডে ওয়ার্ডে তালিকা করে সিটি মেয়রের উদ্যোগে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করার ব্যবস্থা হচ্ছে। এর আগে তিনি চিকিৎসক, পুলিশ সদস্যদের মধ্যে পারসোনাল প্রটেক্ট ইকুপম্যান্ট (পিপিই), গ্লাভস, মাস্ক এবং করোনা ভাইরাস সনাক্তে কীট বিতরণ করেন।
এছাড়াও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এর নির্বাচনী এলাকার চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বি পি এ সহ সামগ্রী  প্রদান  করেন মেয়র জাহাঙ্গীর আলম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর