× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

গুজব: করোনা সারাতে ইরানে অ্যালকোহল পান, মৃত কমপক্ষে ৩০০

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) মার্চ ২৮, ২০২০, শনিবার, ৭:১৮ পূর্বাহ্ন

করোনা ভাইরাস গ্রাস করেছে বাকি বিশে^র মতো ইরানকেও। এই ফাঁকে সেখানে কে বা কারা গুজব ছড়িয়ে দিয়েছে যে, কারখানায় প্রস্তুত অ্যালকোহল পান করলে করোনা থেকে মুক্তি মেলে। এই গুজবে কান দিয়ে অ্যালকোহল পান করে সেখানে কমপক্ষে ৩০০ মানুষ মারা গেছেন। অসুস্থ হয়েছেন কমপক্ষে ১০০০। ইরানের স্থানীয় মিডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস। এর শিরোনাম ‘ইন ইরান, ফলস বিলিফ এ পয়জন ফাইটস ভাইরাস কিলস হানড্রেডস’। বিস্তারিত ওই প্রতিবেদনে বলা হয়েছে ৫ বছর বয়সী একটি শিশুর মুখে টিউব লাগানো।
তার পরনে শুধু একটি প্লাস্টিকের ডায়াপার। এর ছাড়া তার সঙ্গে আর কিছু নেই। ইরানের একজন স্বাস্থ্যকর্মী তার পাশে দাঁড়ানো। তিনি যাকে পাচ্ছেন তাকেই অনুরোধ করছেন-কেউ যেন করোনা ভাইরাস আতঙ্কে কারখানায় তৈরি অ্যালকোহল পান না করেন। শিশুটি এখন অন্ধ। অ্যালকোহল পান করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়, এই বিশ^াসে তার পিতামাতা তাকে অ্যালকোহল পান করিয়েছেন। ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত, যারা অ্যালকোহল পান করে এমন অবস্থার শিকার হয়েছেন তার অন্যতম ওই শিশুটি। ইরানে অ্যালকোহল পান নিষিদ্ধ। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে সহযোগিতা করছেন এমন একজন ডাক্তার শুক্রবার বার্তা সংস্থা এপি’কে বলেছেন, সমস্যা আরো গভীরে। মারা গেছে প্রায় ৪৮০ জন। অসুস্থ হয়ে পড়েছে ২৮৫০ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ওই চিকিৎসক ড. হোসেন হাসানাইন। তিনি বলেছেন, অন্য দেশগুলোর শুধু একটি সমস্যা। তা হলো করোনা ভাইরাস মহামারি। কিন্তু আমরা লড়াই করছি দুটি বিষয়ের সঙ্গে। একই সঙ্গে আমাদেরকে অ্যালকোহল থেকে বিষক্রিয়ার চিকিৎসা করতে হচ্ছে। আবার করোনার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।
বেশির ভাগ মানুষের ক্ষেত্রে নতুন করোনা ভাইরাসের লক্ষণগুলো মোটামুটি একই রকম। প্রথমে জ¦র হয়। সঙ্গে কাশি। এমন অবস্থায় কয়েকদিন থাকার পর লক্ষণ প্রকাশ পেতে থাকে। কিন্তু যারা বয়স্ক, স্বাস্থ্যগত নানা সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সঙ্কট অনেক গভীরে। অনেক ক্ষেত্রেই তাদের নিউমোনিয়া দেখা দেয়। এমনকি মারাও যাচ্ছেন। এই মহামারি সারা বিশে^ ছড়িয়ে পড়েছে। উপচে পড়ছে হাসপাতাল। ধ্বংস করে দিচ্ছে অর্থনীতি। সরকারগুলো শত শত কোটি মানুষের চলাচলে কঠোরতা অবলম্বন করেছে। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোন প্রতিষেধক বা ওষুধ আবিস্কার হয় নি। বিজ্ঞানী এবং চিকিৎসকরা অব্যাহতভাবে কার্যকর ওষুধ ও টীকা আবিষ্কারের চেষ্টা করছেন। কিন্তু ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারসিতে লেখা একটি গুজব বার বার ফরোয়ার্ড করা হচেচ্ছ। বলা হচ্ছে, বৃটিশ একজন স্কুল শিক্ষক এবং অন্যরা হুইস্কি ও মধু পান করে করোনা থেকে সুস্থতা পেয়েছেন। ফেব্রুয়ারির শুরুর দিকে একটি ট্যাবলয়েড পত্রিকার রিপোর্টের ওপর ভিত্তি করে এসব বলা হয়। কিন্তু অনেকেই ভুল করে বিশ^াস করতে থাকেন যে, উচ্চ মাত্রার অ্যালকোহল পান করলে শরীর থেকে এই ভাইরাস মারা যায়। ইরানে কমপক্ষে ২৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। এর মধ্যে কমপক্ষে ২২০০ জন মানুষ মারা গেছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এখানেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। তারপরও ভাইরাসের আতঙ্কে নাজুক শিক্ষা ব্যবস্থা এবং ইন্টারনেটে গুজরে কারণে ডজন ডজন মানুষ অ্যালকোহল পান করে খুজেস্তান ও সিরাজ প্রদেশে অসুস্থ হয়ে পড়েছেন। ইরানের মিডিয়ায় ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখানো হয়েছে, হাতে আইভি পুশ করা রোগিরা শুয়ে আছেন। তার মধ্যে ওই ৫ বছর বয়সী শিশুটি রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর