× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

৯০ কোটি টাকায় ‘বুগাটি চেনতোদিয়েচি’ কিনছেন রোনালদো!

খেলা

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২০, রবিবার

 

সুপারকারের প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর প্যাশনের কথা সবার জানা। পর্তুগিজ সুপারস্টারের কার কালেকশনই বলে দেয় সেটি। সংবাদমাধ্যমগুলোর খবর যদি সত্য হয়, তবে রোনালদোর গ্যারেজে যুক্ত হতে যাচ্ছে আরেকটি সুপারকার- ‍বুগাটি চেনতোদিয়েচি। যার বাজারমূল্য ৯.৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ৯০ কোটি ২ লাখ ৯১৮৭ টাকা।

সুপারকারব্লগ ডটকম বলছে, বুগাটির এই স্পেশাল মডেলের অর্ডার দিয়েছেন জুভেন্টাস তারকা। এ মডেলের মাত্র ১০টি গাড়ি তৈরি করছে বুগাটি। একেকটি চেনতোদিয়েচির মূল্য দিয়ে সাধারণ তিনটি বুগাটি চিরন কেনা যাবে। উল্লেখ্য, বুগাটির তিনটি মডেল। ভেরন, চিরন ও আর ওয়ান-অফ।

ওয়ান-অফ সবসময়ই লিমিটেড প্রোডাকশন হয়। চেনতোদিয়েচির স্পীড ভেরন আর চিরনের চেয়ে কম। ঘণ্টায় সর্বোচ্চ ৩৮০ কি.মি।  ডিজাইনের দিক থেকে এখন পর্যন্ত সেরা।

রোনালদো সত্যিই বুগাটি চেনতোদিয়েচি কিনেছেন কিনা, সেটা অফিসিয়ালি এখনো জানা যায়নি। আর কিনে থাকলেও তিনি গাড়ির চাবি হাতে পাবেন আগামী বছর। এ ব্যাপারে বুগাটি বলেছে, ‘আমরা এখনো জানি না রোনালদো আমাদের ১০ জন লাকি কাস্টমারের একজন কিনা। তবে সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।’

রোনালদোর কালেকশনে যেসব গাড়ি আছে সব মিলিয়ে সেগুলোর দাম প্রায় ৯ মিলিয়ন ইউরো। ৩৫তম জন্মদিন উপলক্ষে প্রেমিকা জর্জিনার কাছ থেকে উপহার পেয়েছেন ৬.৬৯ মিলিয়ন ইউরোর মার্সিডিস জি ওয়াগন। রয়েছে একটি ল্যাম্বরগিনি এভেনটেডর, রোলস-রয়েস কালিনান এবং ফেরারি এফ১২, বুগাটির দুটি মডেল।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর