× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

কটিয়াদীতে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি
(৪ বছর আগে) মার্চ ২৯, ২০২০, রবিবার, ২:৫৭ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশেই লক ডাউনের পরিস্থিতি, কোথাও কাজের সুযোগ নেই। শ্রমজীবীরা বেকার। এ অবস্থায় অসহায় পরিবারগুলো খাদ্য সংকটে দিনাতিপাত করছে। এসব পরিবারগুলোকে খাদ্য সংকটের হাত থেকে রক্ষার জন্য সরকার খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার নেতৃত্বে রবিবার ধূলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ধূলদিয়া সহশ্রাম ইউনিয়নের ৩০টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলুসহ মোট ১৭ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ প্রমূখ।
ত্রাণ সামগ্রী পেয়ে বৃদ্ধা জুবেদা খাতুন বলেন, আমরা কোন কাজ কাম করতাম পারিনা, এই দূর্যোগে চাল, ডাল পাইয়া; কয়দিন খাওয়ার যোগাড় অইছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা বলেন, করোনা পরিস্থিতিতে যেনো কাউকেই না খেয়ে থাকতে না হয়। সে লক্ষ্যে জরুরী খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
এ পরিস্থিতি উত্তরণ না হওয়া পর্যন্ত বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর