× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আড়াইহাজারে প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

বাংলারজমিন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, রবিবার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ২টি পৌরসভা ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলার মানুষ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। এর মধ্যে বিপুল সংখ্যক লোক পাওয়ার লুমে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। আছেন বিপুল সংখ্যক রিকশা, অটো ও সিএনজি চালকও। স্থানীয় অনেক টেক্সটাইল মিলই বন্ধ রাখা হয়েছে। কর্মরত শ্রমিকরা এখন বেকার। চালকরা রাস্তায় বের হয়ে পাচ্ছেন যাত্রী। পুরো উপজেলায় কর্মযজ্ঞ যেন থমকে গেছে।
সবার চোখে মুখে অজানা এক আতঙ্ক। করোনাভাইরাস সংক্রমণ প্রার্দুভাবে থেমে গেছে অনেকের উপার্জনের চাকা। এতে কষ্টে কাটছে অনেকের সংসার। তার পরও অনেক চালকই জীবনের ঝুঁকি আছে যেনেও অনেকেই জীবিকা তাগিদে বাহন নিয়ে বের হচ্ছেন। অপরদিকে আজ রোববার ও গত শনিবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিরতণ করা শুরু হয়েছে খাদ্য সামগ্রী। প্রাথমিক পর্যায়ে খাদ্যসামগ্রী দেড় হাজার লোকের মধ্যে বিতরণ করা হয়। এদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে এবং প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে অনুরোধ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে সচেতনামূলক প্রচারণা চালানো হচ্ছে। জনসমাগম ঠেকাতে রাস্তায় টহল দিচ্ছেন সেনাবাহিনী সদস্যসহ স্থানীয় আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার দুপুর ১২টায় উপজেলার জাঙ্গালিয়া বাজার গিয়ে দেখা গেছে, প্রাণঘাতি করোনা ভাইরাসের শঙ্কায় বিভিন্ন দোকানপাট বন্ধ আছে। স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষা করছিলেন ১০ থেকে ১৫ জন সিএনজি ও রিকশা চালক। তবে যাত্রীর দেখা মিলছে না। এতে তাদের দৈনিন্দন আয়ের পথ থমকে গেছে। উচিৎপুরা বাজারে গিয়ে দেখা গেলো একই চিত্র। প্রতিটি গলিতিতেই জনশূন্য। এক নিস্তব্ধ নিরবতা। উপজেলার পূর্বঅঞ্চলের বাজারগুলোর মধ্যে এটি একটি। এই এলাকায় প্রবাসীর সংখ্যা বেশী। এই এলাকায় প্রায় প্রতিটি পরিবারেরই অন্তত একজন করে সদস্য বর্হিবিশ্বের কোনো না কোনো দেশে কর্মরত আছেন। এরই মধ্যে অনেকেই বাড়ি ফিরেছেন। ব্যস্ততম গোপালদী বাজারে গিয়ে দেখা গেলো থমথমে এক পরিবেশ। ব্যস্ততম এই বাজারে সব ধরনের দোকানপাট বন্ধ আছে। তবে বেশ কিছু রিকশা ও সিএনজি চালককে যাত্রীর অপেক্ষায় থাকতে দেখা গেছে। এই বাজারটি নরসিংদীর মাধবদী ও আড়াইহাজারের সীমান্তবর্তী। সেই দিক বিবেচনা করলে এই এলাকাটি বেশী ঝুঁকিপূর্ণ। আড়াইহাজার পৌরসভা বাজারের একই চিত্র। এখানে ফামের্সী ও হাতেগোনা কয়েকটি কনফেকশনারি ব্যতিত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে। তবে রাস্তার মোড়ে মোড়ে রিকশা নিয়ে চালকরা যাত্রীর অপেক্ষা করছিলেন। লোক সমাগম ঠেকাতে এই এলাকায় প্রতিদিনই কয়েক দফায় আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন। স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে রাস্তায় ছিটানো হচ্ছে জীবাণু নাশক ম্প্রে। বিতরণ করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী। অপরদিকে আজ রোববার ও গত শনিবার গভীর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন ও অসহায় দেড় হাজার লোকের মাঝে চাল, ডাল, আলু, লবনসহ বিভিন্ন নিত্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুইটি পৌরসভা ও ১০ ইউনিয়নে মানুষের বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। ইউএনও সোহাগ হোসেন জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রলালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চালসহ আলু, লবন ও ডাল পৌঁছে দেওয়া হয়েছে। পর্যাক্রমে এর সংখ্যা আরো বৃদ্ধি করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর