× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে ফিনল্যান্ডের নাগরিক মার্ককে নিয়ে যে কৌতূহল

অনলাইন

ওয়েছ খছরু, সিলেট থেকে
(৪ বছর আগে) মার্চ ২৯, ২০২০, রবিবার, ৪:০৩ পূর্বাহ্ন

ফিনল্যান্ডের নাগরিক মি. মার্ক। মধ্য বয়সী মার্ক। তাকে নিয়ে যত ঝামেলা সিলেটে। মার্ক কী চাচ্ছে বুঝতে পারছেন না কেউ। চিকিৎসকরাও তাকে নিয়ে বেকায়দায়। বার বার ছুটে যাচ্ছেন হাসপাতালে। ডাক্তাররা তাকে দেখছেন। দিচ্ছেন চিকিৎসাপত্রও।
কিন্তু এতে সন্তুষ্ট নন মার্ক। সর্বশেষ শনিবার তাকে নগরীর মীরবক্সটুলার একটি মার্কেটের সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। মার্ককে নিয়ে সিলেটে কৌতুহল বেশি। কী কারনে সিলেটে এসেছেন তা জানা যায়নি। তবে- তিনি গত দেড় মাস ধরে অবস্থান করছেন হাওয়াপাড়ার কটেজ নাজালে। ওই কটেজের ৩০ নম্বর কক্ষ ভাড়া নিয়ে তিনি বসবাস করছেন। পাশেই নয়া সড়ক খ্রিস্টান চার্চ। সেখানেও তিনি যাওয়া-আসা করেন। মার্ককে কয়েক দিন আগে পাওয়া গেলো সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসা নিতে তিনি আউটডোরে যান। ডাক্তাররা তাকে দেখে চিকিৎসাপত্র দেন। এরপর তিনি চলে আসেন। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে যান তিনি। কিছুটা উদ্ভ্রান্ত মার্ক। একটি সিএনজি অটোরিক্সা থেকে নেমেই জরুরী বিভাগে যান। সেখানে ডাক্তাররা তাকে দেখেন। স্বাস্থ্য পরীক্ষার পর ডাক্তাররা তাকে চিকিৎসাপত্র দেন। নিয়ম মতো মার্ক ফিরে যাওয়ার কথা। কিন্তু তিনি জরুরী বিভাগের সামনে থেকে যাচ্ছিলেন না। বার বারই ডাক্তারের কাছে ছুটে যাচ্ছেন। এতে করে বিব্রত হন ডাক্তাররা। ওই দিন সন্ধ্যা ৭ টা পর্যন্ত মার্ক হাসপাতালের জরুরী বিভাগের সামনে ছিলেন। পরে দায়িত্বে থাকা আনসার বাহিনীর সদস্যরা তাকে ওখান থেকে তাড়িয়ে দেন। শনিবার বিকেলে পুলিশ নগরীর মীরবক্সটুলা থেকে তাকে উদ্ধার করলো। মীরবক্সটুলার খয়রুন ভবনের পাশের একটি দোকানে শুয়া অবস্থায় তাকে দেখা যায়। স্থানীয়রা দেখেন ভিড় করেন। অজ্ঞান অবস্থায় রয়েছে। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। খবর পাঠায় হাসপাতালে। সিলেটে করোনা ভাইরাসের জন্য বরাদ্ধ রাখা শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে গাড়ি আসে। কয়েকজন কর্মীও আসেন। তারা মার্ককে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। এরপর তিনি ভর্তি করেন হাসপাতালে ৮নং বেডে। মার্ক করোনাভাইরাস আক্রান্ত কীনা- সেটি নিয়েও কৌতুহল ছিলো। তবে রোববার ডাক্তাররা জানিয়েছেন- মার্কের শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষন নেই। তবে- সে মানসিক ভাবে অসুস্থ বলে ধারনা করছেন চিকিৎসকরা। এ কারনে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন- মার্কের শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ নেই। এ কারনে তাকে ওসমানীতে রেফার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা জানিয়েছেন- মার্ক ফিনল্যান্ডের নাগরিক। ট্যুরিস্ট ভিসা নিয়ে সে বাংলাদেশে এসেছে। নাজাল কটেজে বাস করছে। পুলিশ তাকে পেয়ে হাসপাতালে খবর দেয়। এখন সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর