× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

দিবালার করোনা অভিজ্ঞতা: পাঁচ মিনিট অনুশীলন করতেই দম বন্ধ হয়ে যেত

খেলা

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২০, রবিবার

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন পাওলো দিবালা। অথচ অন্য দুই জুভেন্টাস তারকা দানিয়েলে রুগানি ও ব্লেইজ মাতুইদির মতো পাওলো দিবালার শরীরেও শুরুতে বিশেষ কোনও উপসর্গ ছিল না। করোনা পজিটিভ ধরা পড়ার পর কেমন ছিল শারীরীক অবস্থা? কী কী অসুবিধা অনুভব হচ্ছিল শরীরে? কেমন ছিল দুঃস্বপ্নের দিনগুলো? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

দিবালা বলেন, ‘পাঁচ মিনিট অনুশীলন করতেই দম বন্ধ হওয়ার মতো অবস্থা হতো। সারা শরীর কেঁপে উঠতো। অক্সিজেন নিতে বড় বড় নিঃশ্বাস নিতে হতো। সারা শরীর ভারী হয়ে যেতো। পেশির উপরেও চাপ পড়ছিল মারাত্মক।
এখন আমি আগের থেকে অনেক ভাল আছি। আমার বান্ধবী ওরিয়িনারও (সাবাতিনি) আর কোনও উপসর্গ নেই। এখন সবই করতে পারছি। অনুশীলনেও ফিরতে চাই।’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল করেছেন দিবালা।

আর্জেন্টাইন ক্লাব ইনিস্টিটিউটোর হয়ে ক্যারিয়ার শুরু হয় দিবালার। ২০১১তে ইনিস্টিটিউটোর সিনিয়র দলে অভিষেকের পর নজরে পড়েন ইতালিয়ান ক্লাব পালেরমোর। ২০১২ সালে পালেরমোর সঙ্গে চুক্তি করেন দিবালা। সেখান থেকে ২০১৫ সালে শুরু হয় জুভেন্টাস যাত্রা। একই বছর অভিষেক হয় জাতীয় দলেও। বর্তমানে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর