× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

না খেলার প্রভাব র‌্যাঙ্কিংয়ে

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৯ মার্চ ২০২০, রবিবার

গত বছরের মার্চে সাফ ফুটবলে খেলেছে মেয়েরা। তারপর থেকে সাবিনাদের অলস সময় কাটছে। এরমধ্যে এসএ গেমস ফুটবল হলেও তাতে অংশ নেয়নি। এক বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে অংশ না নেয়ার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ চার ধাপ পিছিয়ে এখন র‌্যাঙ্কিং দাঁড়িয়েছে ১৩৪!
জাতীয় দলের কোচ গোলাম রাব্বানী ছোটনও মনে করেন বেশি বেশি ম্যাচ খেললেই অবস্থার পরির্তন সম্ভব, ‘বেশি বেশি ম্যাচ খেলতে পারলে হয়তো র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুযোগ হতো। তারপরও আমরা বয়সভিত্তিক অনেক খেলাই খেলেছি। কিন্তু জাতীয় দলের খেলা হয়নি। এবার চার ধাপ পিছিয়েছি।
এর আগে তো না খেলার কারণে জাতীয় দলের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের নামই ছিল না।’

গোলাম রব্বানী ছোটন আশাবাদী কণ্ঠে বলেন, ‘এই বছরের মার্চ ও জুনে ফিফা প্রীতি ম্যাচের সূচি আছে। যদিও করোনা ভাইরাসের কারণে মার্চে কোনও ম্যাচ খেলা যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো সামনের দিকে খেলা হবে। তখন র‌্যাঙ্কিং বাড়িয়ে নেয়ার সুযোগ থাকবে বলেই আমি আশাবাদী।’
এই অবস্থা থেকে উত্তরণে সামনে আন্তর্জাতিক ফুটবলে মনোনিবেশ করার কথা বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর