× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

১১২ বছরে যা দেখেছেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী-পুরুষ

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) মার্চ ২৯, ২০২০, রবিবার, ৬:৫০ পূর্বাহ্ন

বৃটেনে সবচেয়ে বেশি বয়স্ক জীবিত মানুষের তালিকার শীর্ষে রয়েছেন এক নারী ও এক পুরুষ। বব ওয়েইটন, পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুষ। তার পাশাপাশি বয়সের দিক দিয়ে একই অবস্থানে আছেন জোয়ান হকুয়ার্ড। কাকতালীয়ভাবে আজ রোববার স্থানীয় সময়ে ১১২ বছর বয়সে পা রেখেছেন এই দুই বৃটিশ। তাদের যখন জন্ম হয়, হারবার্ট এসকুয়িথ তখনও বৃটিশ প্রধানমন্ত্রী হননি। রাজা ষষ্ঠ এডওয়ার্ড তখনও জীবিত। ওয়েইটনের ১১২তম জন্মবার্ষীকিতে তার জন্মবার্ষিকীগুলোয় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।
ওই প্রতিবেদন অনুসারে, ওয়েইটনের বর্তমান আবাস হ্যাম্পশায়ারের আল্টনে।
১৯০৮ সালে তার জন্ম হয় ইংল্যান্ডে। সেসময় সেখানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রবার্টের অবস্থান ১৫তম। ছেলেদের সবচেয়ে বেশি জনপ্রিয় নাম ছিল উইলিয়াম, জন ও জর্জ। অন্যদিকে, মেয়েদের নামের ক্ষেত্রে এগিয়ে ছিল ম্যারি, এলিজাবেথ, ফ্লোরেন্স ও অ্যানি।
ওয়েইটন ও হকুয়ার্ডের দশম জন্মদিন- বৃটিশ সেনারা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আম্মানের যুদ্ধে হিমশিম খাচ্ছে। খারাপ আবহাওয়া, প্রতিকূল পরিস্থিতি ও অনবরত হামলার মুখে পড়ে কয়েকদিনের মধ্যেই তারা সেনা প্রত্যাহারে বাধ্য হয়।
৩০তম জন্মদিন- বৃটেন তখন যুদ্ধে। পার্লামেন্টের নিম্নকক্ষে রাবারের জুতার গুরুত্ব নিয়ে তীব্র বাকবিতণ্ডা চলছিল। এমপিরা ২৫ লাখ বিদেশি রাবারের বুট নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। বছরের শুরুতেই সে জুতা বৃটেনে ঢুকেছিল। হুমকির মুখে পড়েছিল বৃটিশ জুতা প্রস্তুতকারীরা।
৩৫ তম জন্মদিন- এদিন বৃটিশ প্রধানমন্ত্রী জন্ম নিলেন।
তাদের ৪৭তম জন্মদিনে, ফ্রান্সে নতুন গতি পেলো রেলগাড়ি। এসএনসিএফ নামের ওয়িল রেলগাড়ি ঘণ্টায় ৩৩১ কিলোমিটার গতিতে চলতে পারতো।
১৯৯০ সাল, বব ও হকুয়ার্ডের ৮২তম জন্মদিন। চেকোস্লোভাকিয়ায় শুরু হলো হাইফেন যুদ্ধ। এর আগের বছর সেখানে কমিউনিস্ট সরকারের পতন ঘটে।
২০১৪, ববের ১০৬ তম জন্মদিন। ইংল্যান্ড ও ওয়েলসে প্রথম সমকামী বিয়ে অনুষ্ঠিত হলো।
সবশেষে, ২০২০, বব ও হকুয়ার্ড তাদের ১১২তম জন্মদিন উদযাপন করছেন। তারা তাদের এতদিনের জীবনকালে পাঁচ বৃটিশ রাজা-রানীর শাসন দেখেছেন, ২২জন বৃটিশ প্রধানমন্ত্রীর ২৭ দেশ পরিচালনা দেখেছেন ও যুক্তরাষ্ট্রে ২২ জন প্রেসিডেন্টকে ক্ষমতায় বসতে দেখেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর