× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

গজারিয়ায় ৫০০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন ইউপি চেয়ারম্যান

অনলাইন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
(৪ বছর আগে) মার্চ ৩০, ২০২০, সোমবার, ২:৩১ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ খাঁন জিন্নাহ নিজ  উদ্যোগে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সারাদিন উপজেলার  ইমামপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম সহ প্রমুখ।

এছাড়াও করোনা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইমামপুর ইউনিয়ন পরিষদের  উদ্যোগে প্রতিটি গ্রামে করোনা প্রতিরোধে  মাইকিং করা হয়েছে।

 ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ খাঁন  জিন্নাহ  জানান, সারাদেশে মহামারী করোনার কারনে নিম্ম আয়ের গরীব দুংখী অসহায় সাধারন মানুষের পাশে থেকে তাদের তিন বেলা দুঠো ভাতের ব্যবস্হা করে যাব যতদিন দেশে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হয়।প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ২ কেজি করে আলু, এক কেজি করে ডাল ও এক লিটার করে সয়াবিন তেল,এক কেজি লবন,সাবান সহ তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ পএ দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, করোনার মোকাবেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লক্ষ্যে জরুরী চিকিৎসা দেওয়া জন্য কর্মকর্তারা রয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক রাস্তাঘাটে গণজমায়েত বন্ধ এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা ও থানা পুলিশের প্রত্যেকটি সদস্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।  সকলের সম্মিলিত প্রচেষ্টায় অতি  দ্রুতই এই দুর্যোগের প্রকোপ কমে আসবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর