× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

জরুরি মুহূর্তে সিদ্ধান্ত একাই নিতে পারবেন বিসিবি সভাপতি

খেলা

স্পোর্টস রিপোর্টার
৩০ মার্চ ২০২০, সোমবার
ইসমাইল হায়দার মল্লিক

গোটা বিশ্ব প্রায় লকডাউন। জরুরি পরিস্থিতি চলছে। বাংলাদেশেও তাই। দেশের সব খেলাধুলা বন্ধ। ক্রিকেটার ও ফুটবলারদের অনেকেই এখন স্বেচ্ছাসেবীর ভূমিকায়। করোনা ভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াচ্ছেন তারা। ক্রিকেট ও ফুটবল সংস্থাগুলোও নিচ্ছে একই উদ্যোগ। এরইমধ্যে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরকারের করোনা মোকাবিলা তহবিলে দিয়েছে ৫১ কোটি টাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) প্রস্তুত সরকারের পাশে থেকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে। ইতিমধ্যেই জাতীয় দলের ক্রিকেটাররা তাদের এক মাসের বেতনের অর্ধেকটা দিয়েছেন করোনা তহবিলে। শোনা যাচ্ছে, বিসিবিও সরকারকে বড় অঙ্কের একটি অনুদান দেবে। টাকার অংকটা এখনো অপ্র্রকাশিত।
এ বিষয়ে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘বিসিবি করোনা মোকাবিলায় যেকোনো কিছু করতে প্রস্তুত। সরকারকে আমরা সবধরনের সহযোগিতা করবো। তবে এসব সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের সভাপতি নাজমুল হাসান পাপন। যদি আর্থিক অনুদান দিতে হয়, কত দেবেন তিনি সিদ্ধান্ত নেবেন। একটি কথা বলে রাখা ভালো বিসিবির সংবিধান অনুসারে জরুরি পরিস্থিতিতে কোনো আলোচনা বা মিটিং ছাড়াই বিসিবি সভাপতি যেকোনো সিদ্ধান্ত এককভাবে নিতে পারবেন। পরে তা বিসিবির কার্যনির্বাহী পরিষদে পাশ হবে।’ এছাড়াও বিসিবির পরিচালক মল্লিক সকল ক্রিকেটারকে এই মুহূর্তে নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর