× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মানিকগঞ্জে সাংবাদিক ও পুলিশের মাঝে পিপিই বিতরণ

অনলাইন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
(৪ বছর আগে) মার্চ ৩০, ২০২০, সোমবার, ৩:৫৪ পূর্বাহ্ন

 করোনার সংক্রমণ প্রতিরোধে সুরক্ষামুলক ব্যবস্থার জন্য মানিকগঞ্জের সাংবাদিক, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের মাঝে পারসোন্যাল প্রটেকশন ইকুভমেন্ট (পিপিই), মাস্ক হ্যান্ডগ্লাভস বিতরণ করা হয়েছে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয় এবং মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী পৃথক পৃথক ভাবে এই সরঞ্জাম সাংবাদিক,পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন।
সোমবার দুপুরে ইঞ্জিনিয়ার সালাম চৌধুরীর পক্ষ থেকে দেয়া পিপিই গ্রহণ করেন জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম। এছাড়া সাংবাদিকদের পক্ষে প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পিপিই গ্রহণ করেন। এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মীদের মাঝেও পিপিই বিতরণ করা হয়।

এদিকে সংসদ সদস্য এএম নাইমুর রহমান দুর্জয়ের  পক্ষ থেকে তার নিরবাচনী এলাকা ঘিওর, দৌলদপুর ও শিবালয় উপজেলা পুলিশ, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সাংবাদিকদের মাঝে পারসোন্যাল প্রটেকশন ইকুভমেন্ট (পিপিই), মাস্ক হ্যান্ডগ্লাভস দেয়া হয়েছে। এসব সরঞ্জাম তুলে দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর