× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সকালে ঘরে থাকার উপদেশ, রাতে পার্টি, অতঃপর গাড়ি দুর্ঘটনায় ইংলিশ তারকা

খেলা

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২০, সোমবার

রোববার সকালে নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে দেয়া ভিডিও বার্তায় ‘লকডাউন’ মেনে বাড়িতে থাকার পরামর্শ দিলেন। সেখানে করোনা তহবিলে বেতনের একটা অংশ দান করার ঘোষণাও দিলেন। সেই তিনিই রাতের বেলায় বন্ধুদের নিয়ে করলেন পার্টি। আজ সোমবার সকালে আবার পড়লেন গাড়ি দুর্ঘটনায়। এসব ঘটনা ঘটিয়ে সমালোচনা কুড়িয়েছেন ইংলিশ তারকা জ্যাক গ্রেলিশ। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার খেলেন ইংলিশ প্রিমিয়ার লীগের দল অ্যাস্টন ভিলায়। দলটির অধিনায়কও তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল তাদের প্রতিবেদনে বলেছে, ‘বন্ধুর বাসায় সারারাত পার্টি করেছিলেন জ্যাক গ্রেলিশ। সকাল আটটার দিকে বাড়ি ফেরার পথে পার্কিংয়ে থাকা তিনটি গাড়ির উপরে নিজের ৮০ হাজার পাউন্ডের রেঞ্জ রোভার গাড়ি তুলে দিয়েছেন।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে। দুর্ঘটনায় অবশ্য চোট পাননি জ্যাক। ক্ষতিগ্রস্ত হওয়া গাড়ি রেখে পায়ে হেটেই স্থান ত্যাগ করেন তিনি। তখন তার পায়ে দুই ধরনের জুতা ছিল। যাওয়ার আগে অবশ্য নিজের ফোন নম্বর ও ঠিকানা দিয়ে যান তিনি। যাতে ক্ষতিগ্রস্তরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।’
পরে অ্যাস্টন ভিলা অধিনায়ক নিজের দোষ শিকার করে নিয়ে স্থানীয় পুলিশকে জানান, স্কটল্যান্ডের সাবেক স্ট্রাইকার রস ম্যাকরম্যাকের বাসায় ছিলেন তিনি। তাদের সঙ্গে ছিলেন নর্দান আয়ারল্যান্ডের সাবেক ডিফেন্ডার টনি কাপালডি।
রস ম্যাকরম্যাকের এক প্রতিবেশী ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেন, ‘সারারাত অনেক জোরে গান বাজানো হচ্ছিল। সকালে বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই জ্যাকের গাড়ি পার্কিংয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা দেয়।’
ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, লকডাউন ভেঙে গাড়ি চালানোয় দেশের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে জ্যাক গ্রেলিশকে।
২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্ম বার্মিংহামে। ইংল্যান্ড যুব দলে খেলার আগে খেলেছেন আয়ারল্যান্ড বয়সভিত্তিক দলে। দাদা আইরিশ হওয়ার সুবাদে আয়ারল্যান্ডেরও নাগরিক তিনি। অ্যাস্টন ভিলার জার্সিতে দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছেন ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেটের। জাতীয় দলের প্রাথমিক তালিকাতেও রাখা হয়েছে অ্যাস্টন ভিলার হয়ে ১৪৯ ম্যাচ খেলা এই মিডফিল্ডারকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর