× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বিসিবিকে ধন্যবাদ সালমা-রুমানার, এগিয়ে আসতে চান তারাও

খেলা

স্পোর্টস রিপোর্টার
৩০ মার্চ ২০২০, সোমবার

জাতীয় লীগ খেলা নারী ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বিসিবি। করোনা ভাইরাসের এই ভয়াবহতায় নিজেদের প্রস্তুত রাখতে একশ’র বেশি নারী ক্রিকেটারকে ২০ হাজার করে টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এমন সংবাদে খুব খুশি বাংলাদেশ নারী টি- টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন ও ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। এই বিষয়ে সালমা বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই নারী ক্রিকেটারদের জন্য এটি বড় প্রাপ্তি। আমাদের অনেক নারী ক্রিকেটার আছে যাদের জন্য এই টাকাটা ভীষণ কাজে দেবে।’ রুমানাও একই সুরে বলেন, ‘আমি শুনেই খুশি হয়েছি। জাতীয় দলের যারা আমরা আছি তারা বেতন পায়। কিন্তু এর বাইরে যারা খেলে তাদের টাকা রোজগারের রাস্তা সব বন্ধ।
করোনা ভাইরাসের কারণে কোনো ধরনের খেলাই হচ্ছে না দেশে। তাই অনেক নারী ক্রিকেটারই সমস্যায় পড়ছে। বিসিবি পাশে দাঁড়িয়েছে তাই অবশ্য তাদের ধন্যবাদ দিতেই হবে।’
পুরুষ ক্রিকেটাররা করোনা যুুদ্ধে নেমেছেন। নারী দলও দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে মরিয়া হয়ে আছে। রুমানা বলেন, ‘আমারা ভাবছি কি করতে পারি। করো সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ সম্ভব হচ্ছে না। যে কারণে ইচ্ছা থাকার পর গরীব মানুষগুলোর জন্য কিছু করতে পরেছি না। আশা করি দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করে কিছু করতে। পাশে থাকতে চাই খেটে খাওয়া মানুষের।’ এ বিষয়ে সালমা বলেন, ‘করোনায় অনেক মানুষ কষ্ট পাচ্ছে। আমরা জানি কাজ না থাকলে গরীব পরিবারগুলোকে কি পরিমান কষ্ট করতে হয়। কিন্তু এই মুহূর্তে আমরা জাতীয় দলের কেউ এক সঙ্গে নেই। তাই দ্রুত কিছু করতে পারছি না। তবে চিন্তা আছে সুযোগ আসলে যেন সবাই এক হয়ে কিছু করতে পারি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর