× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

৯ বছর আগের সিনেমায় করোনাভাইরাস

বিনোদন

বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২০, সোমবার

যে কেউই চমকে যাবেন ঘটনাটি জেনে। ৯ বছর আগের একটি সিনেমার গল্পের সঙ্গে বর্তমান করোনাভাইরাস আক্রান্ত পৃথিবীর অবস্থা মিলে গেছে। স্টিভেন সদেরবার্গ নির্মাণ করেছিলেন ‘কন্টাজিয়ন’ নামের এ সিনেমাটি। যে সিনেমার দৃশ্যগুলোর সঙ্গে হুবহু মিলে যায় এই সময়ের পৃথিবীর চিত্র। ২০১১ সালে মুক্তি পাওয়া সিনেমাটির চিত্রনাট্য লিখেছিলেন স্কট জেড বার্নস। এতো বছর আগে এমন ঘটনার ইঙ্গিত কীভাবে পেয়েছিলেন চিত্রনাট্যকার। সেটা এক রহস্যই বটে। তাই এই সময়ের আলোচনায় উঠে এসেছে স্কট জেড বার্নস এর নাম।


‘কন্টাজিয়ন’ ছবিটি নতুন করে সাড়া ফেলেছে আবারো। আগে যারা দেখেননি তারা ছবিটি দেখছেন নতুন করে। আর অবাক হচ্ছেন গল্পের ভেতরে প্রবেশ করে। সিনেমার গল্পে দেখানো হয়- সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এক মরণভাইরাস। যে ভাইরাসের উৎপত্তি হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্লেনে এক ব্যক্তি মারা যান। এরপর প্লেনের সব মানুষকে নামিয়ে আলাদা করে কোয়ারেন্টিনে নেওয়া হয়। এরমধ্যে একজন লোক কায়দা করে পালিয়ে যায়। আর তার থেকেই দিকে দিকে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। সেই ভাইরাস আক্রান্ত মানুষের লক্ষণের মধ্যেও দেখা যায় কাশি হচ্ছে, মানুষ দুর্বল হয়ে পড়ছে।

ভাইরাসটি যার শরীরে প্রবেশ করছে সে কিছুদিনের মধ্যেই মারা যাচ্ছে। সেই ছবিতেও দেখানো হয় পৃথিবীর চিকিৎসক ও গবেষকদের কাছে এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই। মহামারী দেখা দেয় ভাইরাসের প্রকোপে। সেই সময় হিট হয়েছিলো ছবিটি। হলিউডে এমন ছবি আরো হয়েছে, তবে এই ছবির সঙ্গে এখনকার পৃথিবীর হুবহু মিল দেখে একটু বেশিই অবাক হয়েছেন মানুষ।

কেউ বলছেন গল্পটা কাকতালীয় ভাবেই মিলে গেছে। আবার কেউ বলছেন তাই বলে এতোটা মিল কীভাবে সম্ভব! রহস্য থেকে যাচ্ছে রহস্য হয়েই। গত ২৮শে মার্চ ‘কন্টাজিয়ন’ সিনেমাটি একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। দুই দিনে ছবিটি প্রায় ২০ লাখ বারের মতো দেখা হয়েছে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ম্যাট ড্যামন, জুড ল, গিনিথ প্যালট্র, কেট উইন্সলেট, ম্যারিয়ন কটিলার্ড ও লরেন্স ফিশবার্ন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর