× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

অস্ট্রেলিয়া অধিনায়কের ক্রেডিট কার্ড চুরি, ব্যাংক জানালো চোর গিয়েছিল ম্যাকডোনাল্ডসে

খেলা

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২০, মঙ্গলবার

চলমান লকডাউন পরিস্থিতিতে মাঠের বাইরে সময় কাটছে ক্রিকেটারদের। ফিটনেস ঠিক রাখতে বেগ পেতে হচ্ছে তাদের। তবুও চেষ্টা কমতি রাখছেন না। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন তার গাড়ি রাখার গ্যারেজকে বানিয়েছেন জিমনেশিয়াম। আর নিজের গাড়ি রেখেছেন বাড়ির বাইরে খোলা জায়গায়। তার এই সিদ্ধান্তই কাল হলো। গাড়িতে থাকা মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে চোর।

গাড়ির দরজা ভেঙে নিয়ে যাওয়া মানিব্যাগে ছিল ক্রেডিট কার্ডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস। কার্ড নিয়ে ম্যাকডোনাল্ডসে খেতেও গিয়েছিল সেই চোর।
এতকিছু ঘটে যাওয়ার পরও কিছুই জানতেন না অজি অধিনায়ক। ক্রেডিট কার্ডের লেনদেনে সন্দেহ হওয়ায় ব্যাংক যোগাযোগ করে পেইনের সঙ্গে। তখন তিনি কার্ডের সন্ধান করতে গিয়ে দেখেন তার গাড়ির দরজা ভাঙা। স্থানীয় রেডিওর এক অনুষ্ঠানে এসব ঘটনার বর্ণনা দিতে গিয়ে ৩৫ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন,‘সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যাংক থেকে যোগাযোগ করে বলা হয়েছে, ক্রেডিট কার্ডের কিছু লেনদেন তাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। গাড়িতে রাখা কার্ড নিতে গিয়ে দেখি দরজা ভাঙা। মানিব্যাগটাও নেই। মানিব্যাগে ছিল ক্রেডিট কার্ড। আমি দেখলাম কার্ড নিয়ে সেই ব্যাক্তি ম্যাকডোনাল্ডসে গিয়েছিল। মনে হয় সে ক্ষুধার্ত ছিল।’

২০১৮ সালের মে মাসে ওয়ানডেতে প্রথমবার অস্ট্রেলিয়ার অধিনাকের দায়িত্ব পান টিম পেইন। সে বছরের নভেম্বরে অ্যারন ফিঞ্চ তার স্থলাভিষিক্ত হন। তার আগে অক্টোবরে টেস্ট দলের নেতৃত্ব পান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর