× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফেইক নিউজ ছড়ানোর অভিযোগে ব্রাজিলের প্রেসিডেন্টের পোস্ট মুছে দিলো ফেসবুক

অনলাইন

তারিক চয়ন
(৪ বছর আগে) মার্চ ৩১, ২০২০, মঙ্গলবার, ১০:৫৫ পূর্বাহ্ন

ফেসবুক এবং টুইটার করোনা ভাইরাস সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে বিশ্ব নেতাদের অনেক পোস্ট মুছে ফেলেছে। যেমন- ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর একটি ভিডিও মুছে দিয়েছে ফেসবুক যেখানে দাবি করা হয়েছিল যে হাইড্রোক্সিক্লোরোকুইন ভাইরাসটির চিকিৎসার ক্ষেত্রে সম্পূর্ণ কার্যকর।

জাইর বোলসোনারো বারংবার ভাইরাসটিকে হালকাভাবে নিচ্ছেন এবং ব্রাজিলিয়ানদের সামাজিক দূরত্ব সম্পর্কিত চিকিৎসার পরামর্শ উপেক্ষা করতে উৎসাহিত করছেন।

একইভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি পোস্ট টুইটার মুছে ফেলেছে যেখানে ভাইরাস মোকাবেলায় তিনি 'গৃহ চিকিৎসা'র কথা বলেছিলেন।

উল্লেখ্য ফেসবুক এবং টুইটার উভয় সামাজিক নেটওয়ার্কই বিশ্বনেতাদের পোস্টে খুব কমই হস্তক্ষেপ করে, এমনকি সেগুলো অসত্য প্রমাণিত হলেও।

কিন্তু সমস্ত বড় বড় সামাজিক নেটওয়ার্কগুলো এখন করোনা ভাইরাস মহামারীকে ঘিরে ভুল তথ্য মুছে ফেলার জন্য চাপে রয়েছে।

টুইটার চিকিৎসা সম্পর্কিত ভুল তথ্য যেগুলো আন্তর্জাতিক জনস্বাস্থ্যের দিকনির্দেশনার পরিপন্থী সেসবের বিরুদ্ধে লড়াই করার জন্য তার 'ব্যবহার বিধি'কে আপডেট করেছে এবং ফেসবুক একইভাবে শারীরিক ক্ষতির কারণ হতে পারে এমন তথ্য সরিয়ে দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্রাজিলের প্রেসিডেন্ট  জাইর বোলসোনারোর পোস্টগুলোতে তাকে একটি রাস্তায় মানুষের সাথে কথা বলতে দেখা যাচ্ছিল।

ফেসবুক জানিয়েছে, এটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম (ফেসবুকের মালিকানাধীন) উভয় সাইট থেকেই ভিডিও সরিয়ে নিয়েছে।
কারণ পোস্টগুলো ওই সাইটগুলো ব্যবহারের নীতিমালা লঙ্ঘন করেছিল।

বিবিসি অবলম্বনে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর