× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা আক্রান্ত বৃটিশ অভিনেতা অ্যান্ড্রু জ্যাকের মৃত্যু

অনলাইন

বিশেষ সংবাদদাতা, বৃটেন থেকে
(৪ বছর আগে) এপ্রিল ১, ২০২০, বুধবার, ৯:৫৩ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বৃটিশ অভিনেতা অ্যান্ড্রু জ্যাক মৃত্যুবরণ করেছেন। স্টার ওয়ার্স ফিল্ম সিরিজের ৭৬ বছর বয়সি এই অভিনেতা করোনা আক্রান্ত হবার পর মঙ্গলবার সারের একটি হাসপাতালে মারা যান। বিশ্বব্যাপী করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বর্তমানে তার স্ত্রী অস্ট্রেলিয়ায় আটকে আছেন। ফলে তার অন্তোষ্ট্রিক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ব্যক্তিগত জীবনে অ্যান্ড্রুর জীবনযাপন ছিল মজার ও আকর্ষনীয়। তিনি একটি পুরোনো ওয়ার্কিং হাউসবোটে থাকতেন। অ্যান্ড্রু জ্যাকের এজেন্ট গণমাধ্যমকে বলেছেন, আমাদের সম্প্রদায় তার অন্যতম উজ্জ্বল এবং স্পষ্ট ভয়েস হারিয়েছে। অভিনয় জীবনে তিনি স্টার ওয়ার্সসহ অন্তত ৪০টি চলচ্চিত্রে কাজ করেছেন।
তিনি রিচার্ড অ্যাটেনবারো চ্যাপলিন, মাইকেল হফম্যানের রিস্টোরেশন এবং গাই রিচির শালর্ক হোমসের অভিনেতা রবার্ট ডানিয়ে জুনিয়র; কাল গোল্ডেনওয়ের অভিনেতা পিয়ের্স ব্রসনান, কেট ব্লাঞ্চেট, ভিগো মর্টেনসেনসহ অনেক গুণি অভিনেতার সাথে কাজ করেছেন। অভিনেতা হলেও তার মূল পেশা ছিল মূলত একজন ডায়ালেক্ট প্রশিক্ষকের। দ্য লর্ড অব দ্য রিংসের ডায়ালেক্ট প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তিনি অ-বৃটিশ অভিনেতাদের উচ্চারণ দর্শকদের আরো বোধগম্য করতে সহায়তা করার জন্য পরিচিত ছিলেন। সবশেষ তিনি দ্য ব্যাটম্যানে কাজ করছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর