× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ঢামেকে ফ্রি করোনা টেস্ট, ৩ ঘণ্টায় ফল

করোনা আপডেট

অনলাইন ডেস্ক
১ এপ্রিল ২০২০, বুধবার

করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর থেকে পর্যাপ্ত টেস্টিং কিট ছিল না। তবে সম্প্রতি সে সঙ্কট কিছুটা লাঘব হয়েছে। করোনার জন্য বিশেষায়িত হাসপাতাল ছাড়াও সরকারি অন্য হাসপাতালগুলোতেও পরীক্ষা শুরু হয়েছে। আজ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগেও শুরু হয়েছে কোভিড-১৯ এর কার্যক্রম। শরীরে উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীরা পরীক্ষা করার তিন ঘণ্টার মধ্যেই জানতে পারবেন ফল।  
ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন এ তথ্য জানান।
ঢামেক পরিচালক বলেন, আজ থেকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগে রোগীদের করোনা পরীক্ষা করা হবে। তবে বহির্বিভাগ, জরুরি বিভাগ ও হাসপাতালে ভর্তি থাকা রোগীরাই এ সেবা পাবেন। কলেজের চারতলায় ভাইরোলজিস্ট ও জীবাণু বিশেষজ্ঞদের নিয়ে টিম গঠন করে এ পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান পরিচালক।

তিনি বলেন, আমাদের সঙ্গে যোগাযোগের জন্য কোনো জরুরি নম্বর নেই।
স্বশরীরে হাসপাতালে এসে টেস্ট করাতে হবে।
ব্রিগেডিয়ার নাসিরউদ্দিন আরো জানান, করোনা টেস্ট খুবই ব্যয়বহুল। তবে এ পরীক্ষা যেন সহজেই এবং সুলভমূল্যে করা যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকা মেডিকেলে সাধারণ মানুষ বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে পারবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর