× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা নিয়ে ফেসবুকে গুজব সৃষ্টিকারী হ্যাকার গ্রেফতার

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) এপ্রিল ১, ২০২০, বুধবার, ৫:১৫ পূর্বাহ্ন

করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব সৃষ্টিকারী হ্যাকার মো. নাইমুর রহমান নাইম (১৯) কে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে সাইবার পুলিশ সেন্টার।

সাইবার পুলিশ সেন্টার জানায়, গত ২৯ শে মার্চ সাইবার মনিটরিং টিম একটি বিভ্রান্তিকর পোষ্ট সনাক্ত করে। জনৈক একজন তথ্যদাতা আমাদের পেজে নক করে একটি ফেসবুক লিংক শেয়ার করে। সে লিংকে গেলে নিম্নোক্ত পোস্ট পাওয়া যায়, যা প্রচুর পরিমাণে লাইক ও শেয়ারের মাধ্যমে ভাইরাল হয়।
পোস্টটি ছিল এরকম- “এইমাত্র জানা গেলো আমাদের শনিরআখড়ায় ও সাইনবোর্ড এলাকায় ২৭ জন মারা গেছে করোনা ভাইরাস এ। আপনারা সবাই সতর্ক হন নিজে জানুন অন্যকে জানাতে সাহায্য করুন শেয়ার করে তথ্যটি সবার কাছে পৌছে। আল্লাহ আমাদের রক্ষা করুন।“

এ তথ্য পাওয়ার পরেই তদন্তে নামে সাইবার পুলিশের একটি বিশেষ টিম। প্রযুক্তিগত সহায়তায় টিম সেই পোস্টকারী নাইমুর রহমান নাইমকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতারে সক্ষম হয়।

নাইমকে জিজ্ঞাসাবাদে জানায়, সে ওই আইডিটি হ্যাক করেছে। আইডির আসল মালিক তার এক সময়ের বন্ধু ছিল।
পরে তাদের ভেতরে বাদানুবাদের এক পর্যায়ে সে নাইমকে মারধর করে। এর পর থেকেই নাইম প্রতিশোধ নেবার সুযোগ খুজতে থাকে ও গত ২৩শে মার্চ নাইম ওই আইডি হ্যাক করতে সক্ষম হয় ও সে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে ওই পোস্টটি করে। নাইম সেখানেই থেমে থাকেনি। সে অন্য একটি ফেক আইডি তৈরি করে সেই আইডি ব্যবহার করে সাইবার পুলিশের পেজে এই পোস্ট সম্পর্কে তথ্য প্রদান করে যাতে করে আইডির আসল মালিক গ্রেফতার হয়ে যায়।

পুলিশ জানায়, হ্যাকার নাইমুর রহমান নাইমের মোবাইলসহ বিভিন্ন ডিভাইস জব্দ করেছে সাইবার পুলিশ সেন্টার। সে একজন কন্ট্রাক্ট হ্যাকার। টাকার বিনিময়ে এর আগেও সে ফেসবুক হ্যাকিং এর কাজ করেছে। তার ডিভাইস থেকে ইতিমধ্যে তার অপরাধের বিভিন্ন তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে কদমতলী থানার মামলা দায়ের করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর