× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আইপিএল বাতিল হলে বেশি লোকসান কোন বিদেশি ক্রিকেটারদের?

খেলা

স্পোর্টস ডেস্ক
১ এপ্রিল ২০২০, বুধবার

ভারতে করোনা পরিস্থিতির উন্নতি নেই। এভাবে চলতে থাকলে আইপিএল’র ১৩তম সংস্করণ বাতিল হয়ে যাবে। এতে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হবে ইংলিশ ক্রিকেটারদের। আসন্ন টুর্নামেন্টে ইংল্যান্ডের ১৩ ক্রিকেটার খেলার কথা রয়েছে। এদের মধ্যে বড় অংকের লোকসান গুনবেন বেন স্টোকস, জস বাটলার, স্যাম কারেন, জফরা আর্চার ও এউইন মরগান। 

বেন স্টোকস (রাজস্থান রয়্যালস)
২০১৭ সালে পুনে সুপারজায়ান্টসের ক্যাপে আইপিএল অভিষেক পেস অলরাউন্ডার বেন স্টোকসের। তাকে দলে ভেড়াতে ১.৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছিল পুনেকে। ২০১৮’র নিলামে স্টোকসকে ১.৪ মিলিয়ন পাউন্ডে কিনে নেয় রাজস্থান রয়্যালস। আইপিএল বাতিল হলে তিনি হারাবেন ১.৪ মিলিয়ন পাউন্ড।
বাংলাদেশি টাকায় ১৪ কোটি ৫ লাখ ৯৫ হাজার টাকা।

জফরা আর্চার (রাজস্থান রয়্যালস)
ইংল্যান্ডকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত এই ডানহাতি পেসার। কনুই ইনজুরি থাকায় আইপিএলের পূর্বনির্ধারিত সূচির শুরুতে তার অংশগ্রহণ ছিল অনিশ্চিত। তবে নতুন সূচিতে কিছু ম্যাচে আর্চারকে পাবার আশা করছেন রাজস্থান কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড। আসর বাতিল হলে আর্চারে লোকসান ৭ লাখ ৬০ হাজার পাউন্ড বা ৭ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার টাকা। 

জস বাটলার (রাজস্থান রয়্যালস)
রাজস্থান রয়্যালসের আরেক ইংলিশ তারকা। মারকুটে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ২০১৮’র নিলামে ৪ লাখ ৬৯ হাজার পাউন্ডে (৪ কোটি ৯২ লাখ ৩১ হাজার টাকা) দলে নেয় রাজস্থান। আইপিএল বাতিল হলে সমপরিমাণ অর্থ খোয়াবেন বাটলার। আইপিএল নিয়ে তিনি বলেন, ‘আমরা দেখছি আইপিল বাতিল হওয়ার পথে।’

স্যাম কারেন (চেন্নাই সুপার কিংস)
প্রতিভাধর এই পেস অলরাউন্ডার ৬ কোটি ২৯ লাখ ৮৩ হাজার টাকা লোকসান গুনবেন যদি আইপিএল ভেস্তে যায়।

এউইন মরগান (কলকাতা নাইট রাইডার্স)
২০১১ ও ২০১১তে কলকাতার হয়ে খেলেছিলেন মরগান। শোনা যাচ্ছে, দিনেশ কার্তিক ব্যর্থ হলে এবার তাকে অধিনায়ক বানাবে ফ্র্যাঞ্চাইজিটি। তবে আইপিএল বাতিল হলে ৬ কোটি ২৯ লাখ ৮৩ হাজার টাকা হারাবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর