× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইনে মাধুরীর নাচের ক্লাস

বিনোদন

বিনোদন ডেস্ক
২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার

করোনাভাইরাসের সংকটের জেরে গোটা ভারত লকডাউন। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বন্ধ দেশের সমস্ত কাজ। বলিউডও একই পথের পথিক। কিন্তু তা বলে তো সেলেবরা শরীরচর্চা থামিয়ে রাখতে পারবেন না।
আর নাচের চর্চার চেয়ে চমৎকার ওয়ার্ক-আউট আর অন্য কিছু হতেই পারে না। এমনটাই মনে করেন মাধুরী দীক্ষিত। তাই লকডাউনে দেশের মানুষ যখন গৃহবন্দি তখন নৃত্যে উৎসাহিত মানুষ নাচের মধ্য দিয়ে সময় কাটান, এমনটাই ইচ্ছা তার। এটা করার জন্য অনলাইন ডান্স ক্লাসের আয়োজন করছেন তিনি।
ডান্স উইথ মাধুরী ডট কম-এ মিলবে নাচের প্রশিক্ষণ।
নিজের এই অন্য রকমের প্রজেক্টের জন্য দেশের সেরা কোরিওগ্রাফারদের সঙ্গে নিয়েছেন মাধুরী। চলতি মাস জুড়ে চলবে এই প্রশিক্ষণ। এই সংকটকালে মানুষের মনে সামান্য আনন্দ দিতেই মাধুরীর এই প্রয়াস।
অনলাইন প্রজেক্টে মাধুরীকে সাহায্য করতে রাজি হয়েছেন পন্ডিত বীরজু মহারাজ। থাকছেন সরোজ খান, টেরেন্স লিউইস, রেমো ডিসু'জা প্রমুখ। এ বিষয়ে মাধুরী বলেন, বাড়িতে বন্দি থাকার সময়টা নৃত্যপ্রেমী মানুষ নাচ এনজয় করুন, এটাই চাইছি। ফ্যান ও দর্শকেরা নিজেদের ভিডিও আপলোড করে মাধুরীর সঙ্গে কথাও বলতে পারবেন। মাধুরীর ডাকে কেমন সাড়া মেলে এখন সেটাই দেখার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর