× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা যুদ্ধে শামিল ৯১ ক্রিকেটার, মাসের অর্ধেক বেতন দিচ্ছেন কোয়াবের তহবিলে

খেলা

স্পোর্টস রিপোর্টার
২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার

করোনা ভাইরাস মোকাবিলায় এগিয়ে এলেন দেশের প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার। এক মাসের বেতনের অর্ধেক তারা দিচ্ছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) তহবিলে। এই ৯১ ক্রিকেটার বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ। তারা বিসিবির বেতন-ভাতা ভোগ করেন।

দৈনিক মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক ও এই তহবিলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব দেবব্রত পাল।

করোনা ভাইরাস মহামারির কঠিন এই সময়ে অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য তহবিল গঠন করেছে  কোয়াব। বর্তমান ও সাবেক ক্রিকেটার, সকল ক্রিকেট সংগঠক, ক্রিকেট অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সমন্বয়ে কমিটি গঠন করে মানুষের পাশে দাঁড়াবে কোয়াব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে  চলমান করোনা সংকট মোকাবিলার বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সকল ক্রিকেট অনুরাগীদের ওয়ান ব্যাংকে খোলা একটি অ্যাকাউন্টে সহায়তার আহ্বান জানানো হয়েছে। সেই অ্যাকাউন্টেই ৯১ ক্রিকেটারের মাসের অর্ধেক বেতন পৌঁছে যাবে।

গতকাল দেবব্রত পাল বলেন, ‘আমরা দেশে ও বিদেশে থাকা সকল ক্রিকেটারকে অনুরোধ করেছি যেন এই সংকটে তারা নিজেদের সাধ্যমত আর্থিক অনুদান দেন। অবশ্যই তা সুষ্ঠুভাবে প্রতিটি  খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য ব্যয় করা হবে।’

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর