× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

শেন ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ, নেই কোহলি-ধোনি

খেলা

স্পোর্টস ডেস্ক
২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার

ভারতীয় ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মনে করা হয় সৌরভ গাঙ্গুলীকে। নিজের তৈরি সেরা ভারতীয় একাদশের অধিনায়ক হিসেবে শেন ওয়ার্ন বেছে নিলেন সৌরভকেই। বুধবার ইনস্টাগ্রামে নিজের পছন্দের সেরা ভারতীয় একাদশ গড়েছেন অস্ট্রেলিয়ার এই লেগস্পিন কিংবদন্তি।

তার এই দল নির্বাচনে সব থেকে বড় চমক ভিভিএস লক্ষ্মণের বাদ যাওয়া। যার দখলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে দারুণ রেকর্ড। ওয়ার্নের বিরুদ্ধে অন্যতম সেরা টেস্ট ইনিংস খেলেছিলেন এই লক্ষ্মণই। ইডেনে স্টিভ ওয়াহ’র দলের বিপক্ষে সেই ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি এখনও ক্রিকেটপ্রেমীরা ভোলেননি। ক্যারিয়ারে ওয়ার্ন যাদের বিরুদ্ধে খেলেছেন তাদের মধ্যে থেকে বেছে নিয়েছেন সেরা একাদশ। ইনস্টাগ্রামে ওয়ার্ন লিখেছেন, ‘আমি যেসব ভারতীয় ক্রিকেটারের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে থেকেই সেরা একাদশ বেছে নিয়েছি।
যে কারণে ধোনি বা কোহলির নাম এখানে নেই। ধোনি সম্ভবত ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান। আর কোহলি সব ধরনের ক্রিকেটে অন্যতম সেরা।’

ভিভিএস লক্ষ্মণকে দলে না রাখায় শেন ওয়ার্নে ব্যাখ্যা, ‘অধিনায়ক হিসেবে আমার পছন্দ সৌরভ। তাকে দলে রাখতে গিয়ে লক্ষ্মণকে বাদ দিতে হয়েছে।’ ওপেনার হিসেবে নভজ্যোৎ সিং সিধুকে রাখার পিছনেও একটা ব্যাখ্যা দিয়েছেন ওয়ার্ন। সর্বকালের সেরা এই লেগস্পিনার বলেন, ‘স্পিনের বিরুদ্ধে সিধু হল আমার দেখা সেরা ব্যাটসম্যান। এমনকি আমি যেসব স্পিনারের সঙ্গে খেলেছি, তারাও আমাকে বলেছে, সিধু স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত এক ব্যাটসম্যান।’

ভারতের বিপক্ষে খেলা ২৪ টেস্টে ওয়ার্নের শিকার ৪৩ উইকেট। আর ১৮ ওয়ানডেতে নিয়েছেন ১৫ উইকেট।

ওয়ার্নের সেরা ভারতীয় একাদশ: বীরেন্দ্র শেবাগ, নভজ্যোৎ সিং সিধু, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), কপিল দেব, হরভজন সিং, নয়ন মুঙ্গিয়া (উইকেটরক্ষক), অনিল কুম্বলে ও জাভাগাল শ্রীনাথ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর