× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

গ্রাউন্সম্যান-পিওনদেরও আর্থিক প্রণোদনা দেবে বিসিবি

খেলা

স্পোর্টস রিপোর্টার
২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার

 

ক্রিকেটারদের আয়ের অনেক উৎস থাকে। তবে গ্রাউন্সম্যান-পিওন এবং অন্যান্য কর্মচারী যারা আছেন, তারা নির্দিষ্ট একটা বেতন পান বোর্ড থেকে। দেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে বিপাকে পড়েছেন সেসব গ্রাউন্সম্যান ও কর্মচারীরা। তবে দুঃসময়ে তারা পাশে পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আপনারা জানেন আমরা পুরুষ ক্রিকেটার ও নারী ক্রিকেটারদের আর্থিক প্রনোদনা দিয়েছি। গ্রাউন্ডসম্যান, পিওনসহ আরো যারা নিম্ন আয়ের আছেন তাদের জন্যও আর্থিক সহযোগিতার পরিকল্পনা করছি। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। নিলে আপনাদের জানিয়ে দেয়া হবে।’

প্রণোদনা হিসেবে দেয়া অর্থের পরিমাণ কত হতে পারে? নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘উল্লেখযোগ্য তেমন নয়। আমরা জানতে পেরেছি করোনা ভাইরাসের কারণে নিত্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে।

বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সহযোগিতা দেয়া হবে।’

এর আগে চুক্তির বাইরে থাকা পুরুষ ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেয়ার কথা জানায় বিসিবি। আর ২০১৮-১৯ মৌসুমের জাতীয় লীগে খেলেছেন এবং ২০১৯-২০ মৌসুমে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন- এমন নারী ক্রিকেটারদের এককালীন ২০ হাজার টাকা করে দেবে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর