× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

আমার এলাকার একজন মানুষকেও না খেয়ে মরতে দিবো না : শামীম ওসমান

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, করোনাভাইরাসের এই দুর্যোগে আমার ও আমার বড় ভাই সেলিম ওসমানের সংসদীয় (নারায়ণগঞ্জ-৫) এলাকার একজন মানুষকেও না খেয়ে মরতে দেবো না। সরকারি সহায়তার পাশাপাশি আমাদের যা আছে তা নিয়েই সবাই ভাগ করে খাব। প্রয়োজনে কম খাব। কিন্তু সবাইকে নিয়ে খাব। আপনারা ঘরে থাকুন, বর্তমান পরিস্থিতিতে ঘরের বাইরে ঘুরে বেড়ানো বাহাদুরির কাজ নয়।
তিনি বলেন, পৃথিবীর অন্য যে কোন দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভাল ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপে এখনও আমরা ভাল আছি। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা ও পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবিসহ আমরা জনপ্রতিনিধিরা একযোগে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের কাজ হচ্ছে তারা নিজের জন্য, পরিবারের জন্য এবং সর্বোপরি দেশের ভালোর জন্য এই মুহুর্তে ঘরে থাকবেন।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে করোনা পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সময়ে করণীয় সর্ম্পকে অবহিত করতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শামীম ওসমান এসব কথা বলেন।
ওই সময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ আহমেদ ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  
শামীম ওসমান বলেন, দেশে করোনা ভাইরাস সংক্রমনের পরেই আমি ও আমার পরিবার গোপনে ১৫-২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। কিন্তু এখন প্রকাশ্যে সহায়তা করতে চাচ্ছি কারণ আমরা চাই একাজে যেন সমাজের সামর্থ্যবানরাও এগিয়ে আসে। অন্যদের মধ্যেও যেন উৎসাহ তৈরী হয়। তিনি খাদ্য ও নগদ সহায়তার জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে ৯৯ লাখ ৯৯ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। এ ধরণের অংক অনুদানের কারণ হিসেবে তিনি আল্লাহ’র ৯৯টি গুণবাচক নামের কথা উল্লেখ করেন। তার এই অনুদান আজ শুক্রবার থেকে বিতরণ শুরু হবে বলে তিনি জানান।
শামীম ওসমান সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, রাসূল (সা.) এর সুন্নত অনুযায়ী আমরা যারা সামর্থ্যবান আছি তারা যদি নিজ নিজ এলাকার প্রতিবেশিদের খোঁজ রাখি তাহলে এ অবস্থায় সবাইকে নিয়ে ভাল থাকা সম্ভব। তিনি বলেন, ত্রাণ বিতরণের সময় প্রশাসনের সঙ্গে সমন্বয় থাকা উচিত। কারণ একজন বার বার ত্রাণ সহায়তা পেলো কিন্তু অনেকে একবারও পেলো না সেটি হলে সমস্যার সমাধান হবে না।
তিনি বলেন, সমাজের একটি শ্রেণি রয়েছে যারা নিম্ন  মধ্যবিত্ত। যারা অভাবে থাকলেও মুখ ফুটে চাইতে পারেন না লজ্জায়। এ ধরণের শ্রেণির মানুষের সমস্যা আগামী সপ্তাহেই শুরু হবে। কারণ তাদের হয়তো কিছু দিনের খাবার কেনা রয়েছে। কিন্তু ওষুধ কেনার টাকা নেই অথবা বাচ্চার দুধ নেই। এই শেণিকে খুঁজে বের করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সহায়তা দিয়ে আসতে হবে।
শামীম ওসমান উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, এখানে উপস্থিত অনেকেই রয়েছেন যাদের আর্থিক অবস্থা হয়তো ভাল নয়। তাদের কেউ দুশ্চিন্তা করবেন না। আমি আপনাদের ভাই। এ মুহুর্তে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য, সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। শুধু সততার সঙ্গে কাজ করে যান। সঙ্কটময় এ অবস্থায় আমি আপনাদের পাশে থাকবো, ইনশাল্লাহ।
শামীম ওসমান বলেন, এ মুহুর্তে কোন দল নাই। দল একটাই-আমরা সবাই মানুষ। বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই বড় ধর্ম। এ অবস্থায় কে কোন দল করে সেটি দেখা হবে না। সবাই এইযোগে এ অবস্থার মোকবেলা করবো।
শামীম ওসমান বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় তার নির্বাচনী এলাকার ৭৫টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রতি ওয়ার্ড থেকে তিনশ অস্বচ্ছল পরিবারের তালিকা তৈরী করতে। পাশাপাশি ওইসব পরিবারের তালিকাও তৈরী করতে বলা হয়েছে যারা লোক লজ্জার কারণে হাত পাততে বা চাইতে পারেনা। আমরা একটি পরিবার, আমরা মানুষ। কে মুসলমান, কে হিন্দু কে কোন ধর্মের তা দেখা হবে না।
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, নারায়ণগঞ্জের দু’টি সরকারি হাসপাতালসহ বেসরকারি ক্লিনিকগুলোতে যেন করোনার রোগি ছাড়াও অন্য রোগিদের চিকিৎসা নিশ্চিত করা যায় এজন্য তিনি সিভিল সার্জনের দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন। সেই সঙ্গে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে ডিও লেটার দেওয়ার কথাও জানান শামীম ওসমান।
নারায়ণগঞ্জের বাড়ির মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সম্ভব হলে ভাড়াটেদের ১ মাসের ভাড়া মওকুফ করে দেন। সিটি করপোরেশনের উদ্দেশ্যে তিনি বলেন, হোল্ডিং ট্যাক্সসহ যাবতীয় সব ধরণের ট্যাক্স মওকুফ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। কারণ এ যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর