× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসির পছন্দের ১৫ ইয়াংস্টারের তালিকা সত্যি নাকি ‘এপ্রিল ফুল’ কৌতুক!

খেলা

স্পোর্টস ডেস্ক
২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার

ফুটবল দুনিয়াটা এখন শাসন করছেন লিওনেল মেসি- ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি ব্রাজিলের শীর্ষ সংবাদপত্র ‘ও গ্লোবো’ তাদের অনলাইন সংস্করণে মেসির একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে ভবিষ্যত ১৫ সুপারস্টারের নাম উল্লেখ করেন এই আর্জেন্টাইন ম্যাজিশিয়ান। ও গ্লোবোর রেফারেন্স দিয়ে বৃটেনের ডেইলি মেইলসহ ইউরোপের বেশ কিছু সংবাদমাধ্যম সেই নিউজ প্রচার করেছে। কিন্তু এ তালিকার সত্যতা নিয়ে বিতর্ক বেঁধেছে।

প্রথম কারণ, ও গ্লোবো তাদের অনলাইন সাইট থেকে নিউজটি সরিয়ে ফেলেছে। দ্বিতীয় কারণ, ১৫ জনের তালিকায় মেসির স্বদেশি কোনো খেলোয়াড় স্থান পায়নি। সেখানে অন্তত লাওতারো মার্টিনেজের নাম থাকা উচিত ছিল বলে মনে করেন অনেকে। তৃতীয়ত, জার্মানির জশোয়া কিমিখ ও ফ্রান্সের বেঞ্জামিন পাভারের নাম এসেছে তালিকায়।

দুজনের বয়সই ২৪’র চেয়ে বেশি। ইতিমধ্যেই ফুটবলে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন তারা। তাদেরকে ‍উদীয়মানের কাতারে রাখার যৌক্তিকতা নিয়ে তাই প্রশ্ন উঠেছে।

 ‘১০১ গ্রেট গোলস’ নামে ফুটবল বিষয়ক একটি ওয়েবসাইট বলেছে, সম্ভবত এটা ছিল এপ্রিল ফুল কৌতুক। কারণ ও গ্লোবো নিউজটি প্রকাশ করে হয় ৩১শে মার্চ। তবে নিউজটি ভুয়া কি না ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমটি তা নিশ্চিত করেনি।

১৫ জনের সেই তালিকায় কারা আছেন, দেখে নেয়া যাক।

আলেকজান্ডার আরনল্ড, ২১ বছর (লিভারপুল/ইংল্যান্ড)

ক্রিস্টিয়ান পুলিসিক, ২১ বছর (চেলসি/যুক্তরাষ্ট্র)

ম্যাসন মাউন্ট, ২১ বছর (চেলসি/ইংল্যান্ড)

ফিল ফডেন, ১৯ বছর (ম্যান সিটি/ইংল্যান্ড)

জ্যাডন সানচো, ২০ বছর (বরুশিয়া ডর্টমুন্ড/ইংল্যান্ড)

লুকা ইয়োভিচ, ২২ বছর (রিয়াল মাদ্রিদ/সার্বিয়া)

কাই হাভার্টজ, ২০ বছর (লেভারকুসেন/জার্মানি)

এডার মিলিতাও, ২২ বছর (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল)

উসমান ডেম্বেলে, ২২ বছর (বার্সেলোনা/ফ্রান্স)

হুসেম আওয়ার, ২১ বছর (লিঁও, ফ্রান্স)

ফ্র্যাঙ্কি ডি ইয়ং, ২২ বছর (বার্সেলোনা, নেদারল্যান্ডস)

জোয়াও ফেলিক্স, ২০ বছর (অ্যাটলেটিকো মাদ্রিদ/পর্তুগাল)

জশোয়া কিমিখ ২৫ বছর (বায়ার্ন, জার্মানি)

বেঞ্জামিন পাভার, ২৪ বছর (বায়ার্ন/ফ্রান্স)

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর