× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আর্ত-মানবতার সেবায় বান্দরবানের জনপদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) এপ্রিল ৩, ২০২০, শুক্রবার, ৫:১৯ পূর্বাহ্ন

করোনা নামক মহামারি থেকে পরিত্রাণের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকা জনগোষ্ঠীর জন্য নির্ঘুম কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ বান্দরবান জেলা শহরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হোম কোয়ারেন্টাইনে থাকা জনগোষ্ঠীর মাঝে ১৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার নেতৃবৃন্দ। এসময় মানুষের দৈনন্দিন জীবনের খাদ্য দ্রব্য সামগ্রী চাল,আলু, সাবান সহ আরো অন্যান্য সামগ্রী তাদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও জেলা সভাপতি কাজী মোঃ মজিবর রহমান। সাথে ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বান্দরবান জেলা সাধারণ সম্পাদক কাজী নাসিরুল আলম, কেন্দ্রীয় নেতা নাছির উদ্দীন, বান্দরবান পৌরসভার সাধারণ সম্পাদক এরশাদ চৌধুরী ও ছাত্র পরিষদের নেতা মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় মজিবুর রহমান বলেন করোনা নামক মহামারি থেকে পরিত্রাণের জন্য সবাইকে হোম কোয়ারেন্টাইনে থেকে সাবান দিয়ে হাত ধোয়া পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জীবানুনাশক স্প্রে মেশিন ছিটানো এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা সকল নাগরিকের দায়িত্ব, সেই সাথে আমরা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ গণমানুষের দোরগোড়ায় গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দেয়ার জন্য সর্বোতভাবে চেষ্টা করছি। জনসমাগম এড়িয়ে যাতে তাদের হাতে দ্রব্যসামগ্রী পৌঁছে দেয়া যায় সেদিকেও আমাদের নজর আছে। তিনি আরও বলেন পার্বত্য চট্টগ্রামের নিরীহ অধিকার বঞ্চিত মানুষের পাশে ছিলাম আছি থাকবো, তাছাড়া সকল সম্প্রদায়ের মানুষকে সমানভাবে সহযোগিতার মাধ্যমে আমাদের সকলের পাশে থাকা দরকার সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান প্রত্যেক পৌরসভা ও উপজেলার সকল নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার মাধ্যমে জনগণের পাশে থাকার জন্য অনুরোধ করে। সরকারি অনুদান সমূহ যাতে সকল সম্প্রদায়ের মানুষের হাতে যথাযথ পৌঁছে যায় সেজন্য জনপ্রতিনিধিদের প্রতি কঠোর নজরদারি করার আহ্বান জানায়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর