× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে করোনা পরীক্ষা শুরু হবে চলতি সপ্তাহে

অনলাইন

ওয়েছ খছরু, সিলেট থেকে
(৪ বছর আগে) এপ্রিল ৩, ২০২০, শুক্রবার, ৫:৩৫ পূর্বাহ্ন

সিলেটে করোনাভাইরাস পরীক্ষার জন্য ল্যাব স্থাপনের কাজ চলছে পুরোদমে। ওসমানী মেডিকেল কলেজে স্থাপন করা হচ্ছে এই ল্যাব। কাজ শেষ হওয়ার পরপরই চালু করে পরীক্ষা। স্থানীয়ভাবে সিলেট ছাড়াও বিভাগের আরো অপর ৩ জেলা মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের রোগিদেরও রক্তের নমুনা ও মুখের লালা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন- আগামী বুধবার নাগাদ এই ল্যাবে রক্ত ও মুখের লালার পরীক্ষা শুরু হতে পারে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- ল্যাব স্থাপনের সঙ্গে সঙ্গে এটি পরিচালনার জন্য ডাক্তার, নার্স ও টেকনোশিয়ানদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হচ্ছে। আইইডিসিআর থেকে অভিজ্ঞরা এসে সিলেটে এই প্রশিক্ষণ দেবেন।

প্রবাসী শহর সিলেট করোনার ঝুঁকিতে থাকলেও প্রথম ধাপে সিলেটে ল্যাব স্থাপনের প্রক্রিয়া চালানো হয়নি।
এ নিয়ে সিলেটের মানুষ দাবি তুললে অবশেষে সিলেট-১ আসনের এমপি ও পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের প্রচেষ্টায় ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। গত সোমবার ঢাকা থেকে আসে ল্যাব তৈরীর সকল সরঞ্জাম।

সংশ্লিষ্টরা জানয়েছেন- সিলেটে ইতিমধ্যে ল্যাব স্থানের কাজ অর্ধেক সম্পন্ন হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে সব প্রক্রিয়া শেষ হবে। ল্যাব চালু হলে কেউ সরাসরি ওসমানী মেডিকেল কলেজে এসে পরীক্ষা করতে পারবেন না। ডাক্তারদের পরামর্শক্রমে এই ল্যাবে কেবল মাত্র করোনাভাইরাস লক্ষন সন্দেহভাজনদের পরীক্ষা করা হবে। করোনাভাইরাস সন্দেহে কোনো ব্যক্তির নমুনা সংগ্রহ করার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হবে।

এদিকে- গত সোমবারই মেশিনের যন্ত্রপাতির সঙ্গে ৫০০ কীট সিলেটে এসেছে। পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আরো সাড়ে ৪ হাজার কীট আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান। তিনি জানান- এখন সিলেট থেকে রক্ত ও মুখের লাল সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা হচ্ছে। ল্যাব চালু হলে সিলেটেই এই পরীক্ষা করা হবে। এক ঘন্টার মধ্যে মিলবে পরীক্ষার ফলাফল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর